শেষ আপডেট: 6th November 2024 15:43
দ্য ওয়াল ব্যুরো: সচিন তেন্ডুলকর। ভারতীয় ক্রিকেটে তাঁকে ঈশ্বরের আসনে বসানো হয়েছে। তাঁর মেয়ে সারা তেন্ডুলকরের জনপ্রিয়তাও নেহাতই কম নয়। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যা বলিউডের বহু অভিনেতা-অভিনেত্রীকেই টেক্কা দেবে।
সারা তেন্ডুলকর যথেষ্ট লেখাপড়া করেছে। আপাতত মডেলিং দুনিয়ায় তিনি ভিত শক্ত করার চেষ্টা করছেন। বেশ কয়েকটি ব্র্যান্ডের সঙ্গে তাঁর এন্ডোর্সমেন্টও হয়েছে। আসুন, আজ সারার শিক্ষাগত যোগ্যতা এবং কেরিয়ার সম্পর্কে আলোচনা করা যাক।
সচিন কন্যা সারা তেন্ডুলকর যথেষ্ট শিক্ষিত। তাঁর স্টাইল স্টেটমেন্টও এককথায় অসাধারণ। ফ্যাশন এবং মডেলিংয়ে তাঁর যথেষ্ট আগ্রহ রয়েছে। প্রসঙ্গত, মুম্বইয়ের ধীরুভাই আম্বানি আন্তর্জাতিক স্কুল থেকে তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন।
এরপর লন্ডনের ইউনিভার্সিটি কলেজ থেকে মেডিসিনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। আসলে, সারা তাঁর মা অঞ্জলি তেন্ডুলকরের পেশাই বেছে নিয়েছেন। সচিনের স্ত্রী অঞ্জলি তেন্ডুলকরও একজন পেডিট্রিশন চিকিৎসক।
গ্র্যাজুয়েশনের পর লন্ডনের ইউনিভার্সিটি কলেজ থেকেই মাস্টার্স ডিগ্রি পূরণ করেন সারা। মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ নিউট্রিশনে তিনি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। কতটা শিক্ষিত তিনি, এটাই প্রমাণ করে দেয়। কিন্তু, আপাতত মেডিক্যাল ফিল্ড ছেড়ে তিনি মডেলিংকেই কেরিয়ার হিসেবে বেছে নিয়েছেন।
সারার মডেলিং কেরিয়ার ইতিমধ্যেই সংবাদ শিরোনামে উঠে এসেছে। বেশ কয়েকটি নামকরা ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এমনকী, প্যারিস ফ্যাশন উইকেও তিনি ব়্যাম্প ওয়াক করেছেন। এর পাশাপাশি নিউ ইয়র্ক এবং মিলান ফ্যাশন উইকেও তিনি নিজের জ্বলওয়া দেখিয়েছেন।
সারার স্টাইলিশ পার্সোনালিটি এবং ক্যামেরার সামনে আত্মবিশ্বাস মডেলিং দুনিয়ায় পায়ের তলার জমি শক্ত করেছে। অনেকেই তাঁকে উদীয়মান তারকা বলতে শুরু করেছেন। ইতিমধ্যে সারা বেশ কয়েকটি বিউটি প্রোডাক্টসের জন্য সোশ্যাল মিডিয়ায় প্রোমোশন করেছেন। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় সারা যথেষ্ট অ্যাকটিভ থাকতে ভালবাসেন। তাঁর ৭.৩ মিলিয়ন ফলোয়ার রয়েছে।