শেষ আপডেট: 3rd January 2025 13:48
দ্য ওয়াল ব্যুরো : বিবাহ বিচ্ছেদের পর থেকেই ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত থাকেন। আপাতত তিনি ছেলে ইজহানকে নিয়ে দুবাইয়ে বসবাস করেন। নতুন বছরে তিনি ছেলের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। সঙ্গে দিয়েছেন একটি মজাদার ক্যাপশনও।
শোয়েবের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর সমর্থকদের পাশে পেয়েছিলেন সানিয়া। টেনিস ছাড়া ক্রিকেট খেলাও বেশ পছন্দ করেন তিনি। ভারতীয় ক্রিকেট দলে একজনকেই তাঁর সবথেকে বেশি পছন্দ। নিজের মুখেই একথা স্বীকার করলেন তিনি। তবে যে নামটা তিনি উল্লেখ করেছেন, তা শুনলে আপনারাও চমকে উঠবেন।
২০১৭ সালে সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডলে ফ্যানেদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেছিলেন সানিয়া। সেইসময় একজন ফ্যান তাঁকে প্রশ্ন করেছিলেন, শোয়েব মালিক ছাড়া আর কোনও ক্রিকেটারকে তিনি পছন্দ করেন। জবাবটাও বেশ বুদ্ধি করেই দিয়েছিলেন সানিয়া।
সানিয়াকে জিজ্ঞাসা করা হয়েছিল, 'আপনার পছন্দের ক্রিকেটার কে?' জবাবে সানিয়া বলেছিলেন, 'শোয়েব মালিকের পাশাপাশি সচিন তেন্ডুলকর।'
সানিয়ার এই জবাব শুনে সকলেই অবাক হয়েছিলেন। কারণ কেউ কল্পনাও করতে পারেননি যে সচিনের খেলাও সানিয়া দেখেছেন এবং উপভোগ করেছেন।
একটা কথা নিশ্চিতভাবে বলা যেতেই পারে যে ক্রিকেট ময়দানে সচিন তেন্ডুলকর একাধিক মাইলফলক অর্জন করেছেন। ফলে তাঁকে ছাড়া প্রিয় ক্রিকেটারের আসনে অন্য কাউকে বসানোও বেশ কঠিন।
২০১০ সালে শোয়েব মালিকের সঙ্গে সানিয়ার বিয়ে হলেও, ২০২৪ সালে তালাক হয়ে যায়। এরপর থেকে তিনি একাই রয়েছেন।