শেষ আপডেট: 4th December 2023 18:11
দ্য ওয়াল ব্যুরো: ডিসেম্বরের ২২ তারিখ মুক্তি পেতে চলেছে প্রশান্ত নীল পরিচালিত 'সালার: পার্ট ১- সিজফায়ার'। এই ছবিতে প্রভাসের পাশাপাশি রয়েছে শ্রুতি হাসান, পৃথ্বীরাজ সুকুমারণের মতো নামী অভিনেতা অভিনেত্রীরা।
সালারের ট্রেলার বেরনোর পর থেকে মানুষের মধ্যে উত্তেজনা যেন আরও বেড়ে গেছে। নানা মুনির নানা মতের মতো সোশ্যাল মিডিয়াতে নানা লোকের নানা মত শোনা যাচ্ছে এই ছবি নিয়ে।
এমনিতেই এই ধরনের ছবি বানাতে বেশ ভালই খরচ হয় কিন্তু ছবিতে থাকা 'স্টারকাস্ট'রা কত করে পারিশ্রমিক নিচ্ছেন সেটা কী জানেন!
সূত্রের খবর, সালার ছবিটি বানাতে প্রায় ৪০০ কোটি টাকা খরচ হয়েছে। এই বাজেটের মধ্যে বিপুল পরিমাণ টাকা খরচ হয়েছে অভিনেতা অভিনেত্রীদের পারিশ্রমিকে।
'বাহুবলী' খ্যাত অভিনেতা প্রভাস ছবিটি করতে ১০০ কোটি টাকা নিয়েছেন। শুধু তাই নয় জানা গেছে, বক্স অফিস থেকে যা আয় হবে তার ১০ শতাংশও পাবেন তিনি। ভারতীয় চলচ্চিত্র জগতে পারিশ্রমিকের নিরিখে তিনি বরাবরই উপরের দিকেই থাকেন।
অন্যদিকে শ্রুতি হাসান যিনি ছবিতে প্রধান মহিলা চরিত্রে অভিনয় করবেন তিনি ৮ কোটি টাকা নিয়েছেন পারিশ্রমিক হিসেবে।
এই ছবিতে অন্যতম মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় দক্ষিণী তারকা পৃথ্বীরাজ সুকুমারণ। তিনি এই ছবির পারিশ্রমিক হিসেবে ৪ কোটি টাকা নিয়েছেন।
অন্যদিকে 'সালার' ছবিতে গুরত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নামী তেলুগু অভিনেতা জগপতি বাবু। পারিশ্রমিক হিসেবে তিনি নিচ্ছেন ৪ কোটি টাকা।