শেষ আপডেট: 9th September 2024 18:45
দ্য ওয়াল ব্যুরো: ভারত এবং পাকিস্তানের মধ্যে সবসময়ই যথেষ্ট হাইভোল্টেজ ক্রিকেট ম্যাচ দেখতে পাওয়া যায়। এই দুটো দলের মধ্যে হামেশাই হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করেন সমর্থকরা।
২০০৪ সালে এমনই একটি ক্রিকেট সিরিজের আয়োজন করা হয়েছিল। এই সিরিজে মাস্টার ব্লাস্টার এমন একটি রেকর্ড কায়েম করেছিলেন যা ভারতীয় ক্রিকেট ইতিহাসে এক অধ্যায়ের সূচনা করেছিল।
২০০৮ সালের আগে পর্যন্ত ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ আয়োজন করা হত। বর্তমানে শুধুমাত্র আইসিসি এবং এশিয়ান ইভেন্টে এই দুটো দলকে একে অপরের বিরুদ্ধে লড়াই করতে দেখা যায়।
তবে পাকিস্তানের মাটিতে শচীন এমন একটি রেকর্ড কায়েম করেছিলেন, যা কপিল দেব কিংবা সুনীল গাভাসকারের মতো কিংবদন্তীরা কখনও করতে পারেননি।
সালটা ছিল ২০০৪। পাকিস্তানের মাটিতে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে শচীন তেন্ডুলকর ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরি করেছিলেন। ২০০৪ সালের ১৬ মার্চ পাকিস্তান সফরে গিয়েছিল টিম ইন্ডিয়া
রাওয়ালপিন্ডিতে আয়োজিত ওয়ানডে ম্যাচে শচীন ধামাকাদার ব্যাটিং পারফরম্যান্স করেন। শোয়েব আখতার, সাব্বির আহমেদ, মহম্মদ শামি, শাহিদ আফ্রিদির মতো বোলারদের পিটিয়ে তিনি কার্যত ছাতু করে দেন।
এই ম্যাচে মাস্টার ব্লাস্টার ১০৬ বলে নিজের শতরান পূরণ করেন। শেষপর্যন্ত এই ম্যাচে ১৩৫ বলে শচীন ১৭টি বাউন্ডারি এবং একটি ছক্কার দৌলতে মোট ১৪১ রান করেছিলেন। আজও এই ইনিংসটা শচীনের কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস হিসেবে ধরা হয়।
যদিও এই ম্যাচে শেষ পর্যন্ত টিম ইন্ডিয়া জয়লাভ করতে পারেনি। পাকিস্তান ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩২৯ রান করেছিল। জবাবে ভারতীয় ক্রিকেট দল ৪৮.৪ ওভারে ৩১৭ রানে অলআউট হয়ে যায়। শচীন ছাড়া এই ম্যাচে আর কেউ সেভাবে রান করতে পারেননি। দ্বিতীয় সর্বাধিক ৩৬ রান করেছিলেন রাহুল দ্রাবিড়।