শেষ আপডেট: 1st January 2025 17:26
দ্য ওয়াল ব্যুরো : ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে ইতিমধ্যে একাধিক গুঞ্জন ছড়াতে শুরু করেছে। খারাপ ব্যাটিং এবং অধিনায়কত্বের কারণে লাগাতার চাপ বাড়তে শুরু করেছে। রোহিতের ব্যাটিং ফর্ম ইতিমধ্যে তলানিতে ঠেকেছে। বিপক্ষ দল যেখানে বড় পার্টনারশিপ তৈরি করছে, সেখানে রোহিত শর্মাকে যথেষ্ট অসহায় দেখাচ্ছে।
ব্যাটিং এবং অধিনায়কত্ব দুই ডিপার্টমেন্টে ফ্লপ হওয়ার কারণে সিডনি টেস্টেও বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে শোনা যাচ্ছে, নির্বাচকরা নাকি রোহিতকে আরও একটা সুযোগ দিতে চান।
ক্রিকবাজের একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলী রোহিতের অবসর নিয়ে এখনও পর্যন্ত কোনও আলোচনা করেনি। সেক্ষেত্রে আশা করা যেতে পারে, সিডনি টেস্টে রোহিত শর্মাকে অনায়াসেই টিম ইন্ডিয়ার প্রথম একাদশে দেখতে পাওয়া যাবে।
আসলে এই সিরিজের মাঝপথে নির্বাচকরা রোহিতের ভবিষ্যত নিয়ে কোনও সিদ্ধান্ত গ্রহণ করতে চান না। দরকার হলে চলতি বর্ডার-গাভাসকার ট্রফির পর অজিত আগরকর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের সঙ্গে কথা বলবেন।
ওই রিপোর্টে দাবি করা হয়েছে, 'রোহিতের আপাতত যথেষ্ট কঠিন সময় চলছে। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ককে নিয়ে যে সমালোচনার ঝড় উঠেছে, সেই ব্যাপারে নির্বাচকরা যথেষ্ট ওয়াকিবহাল। কিন্তু, সিরিজের মাঝপথে যদি কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাহলে সেই ফলাফল আরও খারাপ হতে পারে।'
ওই রিপোর্টে আরও যোগ করা হয়েছে, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের সঙ্গে ইতিমধ্যে অজিত আগরকরের একপ্রস্থ আলোচনা হয়েছে। কিন্তু, রোহিতের অবসর নিয়ে কোনও কথাবার্তা হয়নি।
এর থেকে একটা বিষয় যথেষ্ট স্পষ্ট হয়ে গিয়েছে। আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হওয়া পঞ্চম টেস্ট ম্য়াচে রোহিত শর্মাই ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন। সঙ্গে এও জানা গিয়েছে, রোহিত যদি নিজের থেকে টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেন থেকে নিজের নাম না প্রত্যাহার করেন, তাহলে চোখ বন্ধ করে প্রথম একাদশে দেখতে পাওয়া যাবে।