শেষ আপডেট: 8th December 2024 16:01
দ্য ওয়াল ব্যুরো : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজের দ্বিতীয় ম্য়াচটি অ্যাডিলেডে আয়োজন করা হয়েছিল। দিন-রাতের এই টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়া ইতিমধ্যে ১০ উইকেটে হেরে গিয়েছে।
পাশাপাশি, ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে টানা ৪ ম্যাচে হার স্বীকার করলেন রোহিত শর্মা। এই ম্যাচে তাঁর নামের পাশে আরও একটা লজ্জার রেকর্ড যুক্ত হয়েছে। এমন রেকর্ডও যে তাঁর নামের পাশে যুক্ত হতে পারে, তা রোহিত কখনও স্বপ্নেও কল্পনা করতে পারেনি।
টিম ইন্ডিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়া সবথেকে কম সময়ে কোনও টেস্ট ম্য়াচে জয়লাভ করল। অ্যাডিলেড টেস্টে মাত্র ১,০৩১ বলই খেলা হয়েছে।
এই ম্য়াচে পরাজয়ের পাশাপাশি টানা চার টেস্ট ম্য়াচে হারের রেকর্ডও রোহিতের ক্যাপ্টেন্সি তালিকায় যোগ হয়ে গেল। এই তালিকায় দত্তা গায়কোয়াড় (১৯৫৯), মহেন্দ্র সিং ধোনি (২০১১, ২০১৪) এবং বিরাট কোহলির পাশে (২০২০-২১) রোহিতের নামও যোগ হয়ে গেল।
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে সবথেকে বেশি ম্য়াচে হারের রেকর্ড অবশ্য মনসুর আলি খান পতৌদির দখলেই রয়েছে। এরপর তালিকায় রয়েছে টিম ইন্ডিয়ার ব্যাটিং মায়েস্ট্রো সচিন তেন্ডুলকরের নাম। সচিনের অধিনায়কত্বে ১৯৯৯ সালে ভারতীয় ক্রিকেট দল টানা পাঁচ ম্য়াচে পরাস্ত হয়েছিল।
অ্যডিলেড টেস্টের তৃতীয় দিন ভারতীয় ক্রিকেট দল ১২৮ রান এবং পাঁচ উইকেট হাতে নিয়ে খেলতে নামে। এরপর তারা আর মাত্র ৪৭ রানই যোগ করতে সক্ষম হয়। ৩৬.৫ ওভারে তারা ১৭৫ রানে অলআউট হয়ে যায়। টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক ৪২ রান করলেন নীতিশ কুমার রেড্ডি।
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক প্যাট কামিন্স পাঁচ উইকেট শিকার করেন। পাঁচ ম্য়াচের এই টেস্ট সিরিজে টিম অস্ট্রেলিয়া ১-১ ব্যবধানে সমতা ফিরিয়ে আনে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার নাথান ম্য়াকসুইনি ১০ এবং উসমান খোওয়াজা ৯ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ক্রিকেট দল এই ম্য়াচে ১০ উইকেটে জয়লাভ করেছে।