শেষ আপডেট: 5th December 2024 19:45
দ্য ওয়াল ব্যুরো : অ্যাডিলেড টেস্ট শুরু হওয়ার আগে একটি বড়সড় আপডেট দিলেন রোহিত শর্মা। টিম ইন্ডিয়ার অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে নামবেন কেএল রাহুল। অর্থাৎ হিটম্যান নিজের ব্যাটিং পজিশন পরিবর্তন করতে চলেছেন।
কিন্তু অ্যাডিলেড টেস্টে রোহিত শর্মা কত নম্বরে ব্যাট করতে নামবেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তবে আপনাদের জানিয়ে রাখি, মিডল অর্ডারেও কিন্তু রোহিত শর্মার ব্যাট থেকে রানের বন্যা দেখতে পাওয়া গিয়েছে। আসুন, সেই পরিসংখ্যান দেখে নেওয়া যাক।
২০১৩ সালে টেস্ট ক্রিকেটে ডেবিউ করেছিলেন রোহিত শর্মা। কেরিয়ারের প্রথম ৬ বছর তিনি পাঁচ কিংবা ছয় নম্বরেই ব্যাট করতে পারতেন। ইতিমধ্যে রোহিতের ব্যাট থেকে রানের বন্যা দেখতে পাওয়া যায়। ডেবিউ ম্য়াচেই তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মিডল অর্ডারে ব্যাট করতে নেমে ১৭৭ রানের একটা বিধ্বংসী ইনিংস খেলেছিলেন।
এখনও পর্যন্ত মোট ২৭ টেস্ট ম্য়াচে রোহিত শর্মা মিডল অর্ডারে ব্যাট করতে নামেন। তিনি ৩৯.৬২ ব্যাটিং গড়ে মোট ১,৫৮৫ রান করেছেন। এমনকী, ৬ নম্বরে ব্যাট করতে নেমে তিনি তিনটে সেঞ্চুরিও করেন।
অর্থাৎ, ওপেনিংয়ের পাশাপাশি মিডল অর্ডারেও ব্যাট হাতে যথেষ্ট স্বচ্ছন্দ্য রোহিত শর্মা। এবার অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে তিনি কেমন পারফরম্য়ান্স করেন, সেদিকেই সকলে তাকিয়ে রয়েছেন।
পারথ টেস্টে ওপেন করতে নেমে কেএল রাহুলের ব্যাটে দারুণ ছন্দ দেখতে পাওয়া যায়। সেকারণে অ্যাডিলেডে আয়োজিত দ্বিতীয় টেস্ট ম্য়াচে তিনিই ওপেন করবেন। অনেকদিন ধরে রাহুলের সেই চেনা ছন্দটা দেখতে পাওয়া যাচ্ছিল না। অবশেষে তাঁর ব্যাটে রান দেখতে পাওয়া গিয়েছে।
পারথ টেস্টের প্রথম ইনিংসে তিনি ২৬ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৭৭ রান করেন। রাহুলের সঙ্গে যশস্বী জুটি বেঁধে ২০১ রানের পার্টনারশিপ গড়ে তোলে। সেই সুবাদে প্রথম টেস্ট ম্য়াচে টিম ইন্ডিয়া ২৯৫ রানে জয়লাভ করে। জসপ্রীত বুমরাহের নেতৃত্বে টিম ইন্ডিয়ার সামনে অজিরা অসহায় হয়ে পড়ে।