শেষ আপডেট: 8th December 2024 16:24
দ্য ওয়াল ব্যুরো : অ্যাডিলেড টেস্ট ম্য়াচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত ১০ উইকেটে হেরে গিয়েছে। এই ম্য়াচটা জেতার পাশাপাশি ক্যাঙারুরা পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে। ভারতীয় ব্যাটিং ডিপার্টমেন্ট এই ম্য়াচে কার্যত মুখ থুবড়ে পড়ে। জোড়া ইনিংসের কোনওটাতেই টিম ইন্ডিয়া ২০০-র চৌকাঠ অতিক্রম করতে পারল না।
তবে এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার একটি সিদ্ধান্তই অভিযুক্তের কাঠগড়ায় এসে দাঁড়িয়েছে। বলা হচ্ছে, রোহিতের এই একটা সিদ্ধান্তের কারণেই টিম ইন্ডিয়াকে অ্য়াডিলেড টেস্ট ম্য়াচ হাতছাড়া করতে হল।
প্রসঙ্গত, অ্যাডিলেড টেস্ট ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে মোট তিনটে পরিবর্তন করা হয়। এই দলে রবিচন্দ্রন অশ্বিন, রোহিত শর্মা এবং শুভমান গিলের পরিবর্তন হয়েছে। প্লেয়িং ইলেভেনে জায়গা দেওয়া হয়নি ওয়াশিংটন সুন্দরকে।
সুন্দরের অনুপস্থিতি ইতিপূর্বেই একাধিক প্রশ্নের সামনে রোহিতের সিদ্ধান্তকে দাঁড় করিয়েছিল। কারণ নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুন্দর টিম ইন্ডিয়ায় কামব্যাক করার পর থেকে ধারাবাহিকভাবে ভাল পারফরম্য়ান্স করছিলেন।
সাম্প্রতিককালে ওয়াশিংটন সুন্দর যথেষ্ট ভাল পারফরম্যান্স করছিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে কামব্যাক ম্য়াচেই তিনি ১৩ উইকেট শিকার করেন। পারথ টেস্টের প্রথম ম্য়াচে ৪ উইকেট নেন এবং দ্বিতীয় ইনিংসে ২৯ রান করেছিলেন।
পাশাপাশি দ্বিতীয় ইনিংসে তিনি জোড়া উইকেটও শিকার করেন। অন্যদিকে আবার অনুশীলন ম্য়াচেও তিনি ২ উইকেট শিকারের পাশাপাশি ৪২ রানও করেছিলেন। এরপরও ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে তাঁর জায়গা হল না।
পিঙ্ক বল টেস্ট ম্যাচে রবিচন্দ্রন অশ্বিন একেবারেই নজর কাড়তে পারেননি। এই ম্য়াচের প্রথম ইনিংসে তিনি ২২ রান এবং দ্বিতীয় ইনিংসে মাত্র ৭ রান করেন। আর বল হাতে তিনি মাত্র একটাই উইকেট শিকার করেছেন।
বাঁ-হাতি ব্যাটারদের বিরুদ্ধে বরাবরই জ্বলে ওঠেন অশ্বিন। কিন্তু, ট্রাভিস হেডের সামনে তাঁর যাবতীয় পরিকল্পনা চৌপাট হয়ে যায়। এই ম্য়াচে হেড ১৪০ রান করেন এবং গোটা ম্য়াচের রং বদলে দেন।