শেষ আপডেট: 11th May 2022 14:14
দ্য ওয়াল ব্যুরো: বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি! পৃথিবী ছেড়ে দিলাম, আমাদের দেশেরও সবটুকু জানি কি! দেশের এমন বহু জায়গা রয়েছে, যার তেমন পরিচিতি নেই, কিন্তু দেখতে গেলে তা স্বপ্নের মতো সুন্দর। পর্যটনের দিক থেকে পিছিয়ে থাকলেও, মুগ্ধতা বা বিস্ময়ের দিক থেকে সেসব জায়গা সবার আগে।
নীল পাহাড়ের সবুজ অরণ্য চিরে ছুটে চলে টয়ট্রেন! দেখুন অপূর্ব ছবির গ্যালারি
ঠিক যেমন এই রাস্তা। সবুজে ঘেরা। এঁকেবেঁকে (Road Loop) ফিতের মতো বয়ে গেছে রাস্তাটি! এরকম রাস্তা সাধারণত হিমালয়ের কোলেই দেখা যায়। কিন্তু এই রাস্তাটি হিমালয় থেকে সুদূরে অবস্থিত। একেবারে দক্ষিণ ভারতে। তামিলনাড়ুর নামাক্কালে অবস্থিত কোল্লি হিলস রোড। এ দেশের সবচেয়ে দুর্দান্ত ও অ্যাডভেঞ্চারাস পাহাড়ি রাস্তাগুলির মধ্যে এই রাস্তাটি একটি।
কোল্লি পাহাড় বা কোল্লি মালাই নামাক্কাল জেলায় অবস্থিত একটি ছোট পর্বতশ্রেণি। সেই পাহাড়ের গা বেয়ে বেয়েই রাস্তাটি প্রায় ৭০টি হেয়ারপিন টার্ন নিয়েছে! দৈর্ঘ্য প্রায় ৪৭ কিলোমিটার।
দেখুন ছবি।
দেশের এমন বহু জায়গা রয়েছে, যার তেমন পরিচিতি নেই, কিন্তু দেখতে গেলে তা স্বপ্নের মতো সুন্দর।
পর্যটনের দিক থেকে পিছিয়ে থাকলেও, মুগ্ধতা বা বিস্ময়ের দিক থেকে সেসব জায়গা সবার আগে।
ঠিক যেমন এই রাস্তা। সবুজে ঘেরা।
এঁকেবেঁকে ফিতের মতো বয়ে গেছে রাস্তাটি!
এরকম রাস্তা সাধারণত হিমালয়ের কোলেই দেখা যায়।
কিন্তু এই রাস্তাটি হিমালয় থেকে সুদূরে অবস্থিত। একেবারে দক্ষিণ ভারতে।
তামিলনাড়ুর নামাক্কালে অবস্থিত কোল্লি হিলস রোড।
এ দেশের সবচেয়ে দুর্দান্ত ও অ্যাডভেঞ্চারাস পাহাড়ি রাস্তাগুলির মধ্যে এই রাস্তাটি একটি।
কোল্লি পাহাড় বা কোল্লি মালাই নামাক্কাল জেলায় অবস্থিত একটি ছোট পর্বতশ্রেণি।
সেই পাহাড়ের গা বেয়ে বেয়েই রাস্তাটি প্রায় ৭০টি হেয়ারপিন টার্ন নিয়েছে! দৈর্ঘ্য প্রায় ৪৭ কিলোমিটার।