শেষ আপডেট: 30th April 2023 14:10
দ্য ওয়াল ব্যুরো: আজ ঋষি কাপুরের (Rishi Kapoor) তৃতীয় মৃত্যুবার্ষিকী (3rd death anniversary)। দেখে নিন নায়কের কিছু অদেখা ছবি (Rishi Kapoor rare pictures)।
ভারতরত্ন সম্মান পাওয়া গায়িকা লতা মঙ্গেশকরের কোলে ঋষি কাপুর। ঋষি কাপুর মারা যাওয়ার পর তাঁকে মনে করে লতাজি এই ছবিটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে লেখেন, 'তুম বহত ইয়াঁদ আ রাহে হো'। ডানদিকের ছবিটিতে ছোটবেলার ঋষি কাপুর লতাজির কোলে।
ঋষি কাপুরের একটি অদেখা ছবি। ফিল্মের সেটে সহ-অভিনেত্রীদের সঙ্গে বলিউডের হার্টথ্রব ঋষি কাপুর।
শিশু দিবস উপলক্ষে ঋষি কাপুর নিজের সোশ্যাল মিডিয়াতে এই ছবিটি শেয়ার করেছিলেন। দেখা যাচ্ছে, কোনও এক বন্ধুর জন্মদিনে তাঁরা সবাই মাথায় জন্মদিনের টুপি পরে ঠান্ডা পানীয় খেতে খেতে ছোটবেলার সেই সরল আনন্দে মেতে উঠেছেন। ছবিতে ঋষি কাপুরকে চিনে ফেলা সহজ হলেও বাকিরাও কিন্তু কম বিখ্যাত নন। ছবিতে রয়েছেন, বনি কাপুর, আদিত্য কাপুর, ঋষি কাপুর, টুটু শর্মা এবং অনিল কাপুর।
স্ত্রী নীতু কাপুরের সঙ্গে ঋষি কাপুর। ছবিটি দেখলেই বোঝা যাবে দু'জনের মধ্যে ভালবাসার গভীরতা কতখানি। আর সেই সময়ে এই দু'জনই ছিলেন বলিউডের অন্যতম পছন্দের জুটি। দু'জনে মিলে একসঙ্গে রীতিমতো স্টাইল আইকন হয়ে উঠেছিলেন সেই সময়ে।
৩০ ছুঁইছুঁই সময়কার ছবি। তখন বলিউডে রাজ করছেন এই রোম্যান্টিক হিরো। শ্রীদেবী আর ঋষি কাপুরের জুটিতে অন্যতম জনপ্রিয় ছবি 'চাঁদনি' সুপারহিট হওয়ার পর থেকে তাঁকে আর আটকানো যায়নি একের পর এক রোম্যান্টিক হিরোর ভুমিকায় অভিনয় করা থেকে।
ছোটবেলা থেকেই দেখতে ভীষণ সুন্দর ও সুঠাম ছিলেন ঋষি কাপুর। এই ছবিটি তাঁর তরুণ বয়েসের। তখনকার দিনে ঋষি কাপুরকে বলিউড ইন্ডাস্ট্রির চকলেট বয় বলা হত।
সদ্যবিবাহিত ঋষি কাপুর ও নীতু কাপুর হেঁটে যাচ্ছেন রাজ কাপুরের সঙ্গে। ছবিটি ১৯৮০ সালে তোলা।
কাপুর পরিবারে মোটামুটি সবাই সিনেমা জগতের সঙ্গে জড়িত। এই ছবিটি ঋষি কাপুর সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন। ছবিতে রয়েছে ঋষি কাপুর এবং তাঁর প্রাণের ভাই রাজীভ কাপুর।
স্বর্ণযুগের বিখ্যাত গায়ক আর ডি বর্মনের সঙ্গে ঋষি কাপুর, রণধীর কাপুর এবং ববিতা কাপুর। ছবিটি তোলা হয়েছিল আর ডি বর্মন সাহেবের এক জন্মদিনে। ২০১৯ সালে ঋষি কাপুর ছবিটি টুইট করেন। পরবর্তীকালে তিনি মারা যাওয়ার পর করিনা কাপুর খান ছবিটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন।
কাপুর পরিবারের তিন খুদে সদস্য। ছবিটি স্বর্ণযুগে বলিউডে রাজ করে বেড়ানো তিন কাপুর ভাই বোনের একদম ছোটবেলার। বাঁদিক থেকে ঋষি কাপুর হাতে কালো টেলিফোন আর হলুদ জামার উপর নীল কোট। তারপর ঋতু কাপুর হলুদ ফ্রকে আর তাঁর পাশেই রয়েছে বড় ভাই রণধীর কাপুর।