শেষ আপডেট: 21st September 2024 15:14
দ্য ওয়াল বুরো: ভারত এবং বাংলাদেশের মধ্যে আপাতত দুই ম্যাচের টেস্ট সিরিজ চলছে। এই সিরিজের প্রথম ম্যাচটা চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। চেন্নাই টেস্টের রাশ টিম ইন্ডিয়া আপাতত যথেষ্ট শক্ত হাতে ধরে রয়েছে।
প্রথম ইনিংসে রবিচন্দ্রন অশ্বিন দুর্দান্ত একটি শতরান করেছিলেন। আর দ্বিতীয় ইনিংসে শুভমান গিল এবং ঋষভ পন্থ শতরান করেন। প্রায় ২ বছর পর টেস্ট ক্রিকেটে ফের কামব্যাক করেছেন ঋষভ। ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ ঋষভের কামব্যাকের আগে সন্দেহও প্রকাশ করেছিলেন। তবে চেন্নাইয়ে ঋষভের এই শতরান সমালোচকদের মুখ যে বন্ধ করে দিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।
এই টেস্ট ম্যাচের প্রথম ইনিংসেও ঋষভ যথেষ্ট ভাল ব্যাটিং করছিলেন। কিন্তু, ৩৯ রানে তিনি আউট হয়ে যান। যদিও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির হাত ধরে তিনি দুর্দান্ত কামব্যাক করলেন।
চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্থ ভারতীয় ক্রিকেট দলকে একটি চোখ ধাঁধানো ইনিংস উপহার দিলেন। টেস্ট ক্রিকেটে কামব্যাকের এর থেকে ভাল মঞ্চ আর কিছু হতে পারত না।
১২৮ বলে পন্থের ব্যাট থেকে ১০৯ রানের ঝকঝকে ইনিংস বেরিয়ে আসে। এই ইনিংসে ঋষভ ১৩ বাউন্ডারি এবং চারটে দুর্দান্ত ছক্কা হাঁকিয়েছেন। প্রসঙ্গত, ৬৩৪ দিন পর পন্থের ব্যাট থেকে টেস্ট ক্রিকেটে শতরান দেখতে পাওয়া গেল। এটা টেস্ট ক্রিকেটে ঋষভের ষষ্ঠ সেঞ্চুরি।
ঋষভ পন্থ ৫৮ টেস্ট ইনিংসে ষষ্ঠ শতরান করলেন। ইতিপূর্বে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও টেস্ট ক্রিকেটে ৬ শতরান করেছিলেন। যদিও তিনি ১৪৪ ইনিংসে এই কৃতিত্ব কায়েম করেন। এবার টেস্ট ক্রিকেটে ভারতীয় উইকেটকিপার-ব্যাটারদের সর্বাধিক শতরানের তালিকায় ঋষভও নিজের নাম লিখিয়ে ফেললেন।
চেন্নাই টেস্টে ভারতীয় ক্রিকেট দল আপাতত যথেষ্ট শক্ত ভিতের উপর দাঁড়িয়ে রয়েছে। তৃতীয় দিন ৫১৫ রানের লিড নিয়ে ইতিমধ্যে টিম ইন্ডিয়া দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছে। বাংলাদেশের সামনে জয়ের রাস্তা আপাতত বেশ কঠিন বলেই মনে হচ্ছে। প্রথম ইনিংসে বাংলাদেশ ১৪৯ রানে অলআউট হয়ে গিয়েছিল।