শেষ আপডেট: 11th January 2025 14:26
দ্য ওয়াল ব্যুরো : টিম ইন্ডিয়ার অন্যতম শ্রেষ্ঠ ব্যাটার হলেন রাহুল দ্রাবিড়। শনিবার (১১ জানুয়ারি) তিনি জীবনের ৫২ বসন্তে পা দিলেন। এই বিশেষ দিনে গোটা ক্রিকেট বিশ্ব তাঁকে শুভেচ্ছা জানাচ্ছে।
ভারতীয় ক্রিকেট দলে রাহুল দ্রাবিড় 'দ্য ওয়াল' নামে খ্যাত। তাঁর ঝুলিতে এমন কয়েকটি রেকর্ড রয়েছে, যা আজও কেউ ভাঙতে পারেনি। এরমধ্যে আবার কয়েকটা তো আবার ভাঙা প্রায় অসাধ্য। আসুন, এমনই ৫ বিশ্ব রেকর্ডের কথা জেনে নেওয়া যাক।
ভারতীয় ক্রিকেট দলের ব্যাটার হিসেবে একাধিক রেকর্ড তো কায়েম করেইছেন, পাশাপাশি ফিল্ডার হিসেবেও এক অনন্য রেকর্ড গড়েছেন রাহুল দ্রাবিড়। টেস্ট ক্রিকেট ইতিহাসে তিনি সর্বাধিক ক্যাচ ধরেছেন। ১৬৪ টেস্ট ম্যাচে রাহুল দ্রাবিড় মোট ২১০ ক্যাচ ধরেন।
একদিনের ক্রিকেটে এই কিংবদন্তী ব্যাটার একটি অনন্য রেকর্ড কায়েম করেছেন। সবথেকে বেশি ইনিংসে তিনি ০ (ডাক) রানে আউট না হওয়ার রেকর্ড কায়েম করেছেন। ১৯৯৯ সালের ২৯ অগাস্ট থেকে ২০০৪ সালের ৬ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ১২০ ওয়ানডে ইনিংসে কখনও শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়ন ফিরে যাননি।
শুধুমাত্র ওয়ানডে ক্রিকেটই নয়, রাহুল দ্রাবিড় আন্তর্জাতিক ক্রিকেটেও (তিনটে ফরম্যাট মিলিয়ে) সবথেকে বেশি ইনিংসে তিনি ০ (ডাক) রানে আউট না হওয়ার রেকর্ড কায়েম করেছেন। ২০০০ সালের ১০ জানুয়ারি থেকে ২০০৪ সালের ৬ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১৭৩ ইনিংসে (টেস্ট+ওয়ানডে+টি-২০) তিনি কখনও শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়ন ফিরে যাননি।
এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটে সবথেকে বেশি বল খেলার রেকর্ড রাহুল দ্রাবিড়ের দখলেই রয়েছে। তিনি মোট ৩১,২৫৮টি লাল বল খেলেছেন। এই ফরম্যাটে এখনও পর্যন্ত কোনও ব্যাটার এত বেশি বল খেলতে পারেননি। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের ব্যাটিং মায়েস্ট্রো সচিন তেন্ডুলকর। তিনি ১৩,২৬৫ বল খেলেছেন।
টেস্ট ক্রিকেটে রাহুল দ্রাবিড় যখনই ব্যাট করতে আসতেন, ভারতীয় সমর্থকরা কার্যত স্বস্তির নিঃশ্বাস ফেলতেন। কারণ তিনি এমন একজন ব্যাটার ছিলেন, যিনি সহজে নিজের উইকেট হারাতেন না। টেস্ট ক্রিকেটে তিনি মোট ৪৪,১৫২ মিনিট সময় ক্রিজে কাটিয়েছেন। এত বেশি সময় বিশ্বের আর কোনও ব্যাটার টিকে থাকতে পারেননি।