শেষ আপডেট: 21st June 2023 12:59
দ্য ওয়াল ব্যুরো: আজ আন্তর্জাতিক যোগ দিবস। শরীর এবং মন ভাল রাখাকে উদযাপন করার একটি বিশেষ দিনও বটে। নবমতম এই আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবসে দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে উপরাষ্ট্রপতি, বিভিন্ন মন্ত্রীরা কিভাবে এই দিনটিকে উদযাপন করলেন চলুন দেখে নিই।
কেউ কড়া শিক্ষক, কেউ বা আদুরে অভিভাবক, ১০ বলিউডি ফাদার-ডটার জুটির ছবি
ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি, জগৎ প্রকাশ নাড্ডাকে হরিয়ানার গুরুগ্রামে যোগব্যায়াম করতে দেখা গিয়েছে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ‘যোগ হল সমস্ত শারীরিক এবং মানসিক সমস্যা,অসুস্থতার সমাধান। তাই প্রত্যেকের দৈনন্দিন জীবনে যোগ অবশ্যই আত্মস্থ করা উচিত।’
কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি নবমতম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে উত্তরপ্রদেশের নয়ডার ইন্ডোর স্টেডিয়ামে যোগাসন করেছেন।
কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল মুম্বইয়ে গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে যোগব্যায়ামে অংশগ্রহণ করেছেন।
কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি যোগ দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেছেন. আজকের দিনে দাঁড়িয়ে যোগ সারা বিশ্বে স্বীকৃতি পেয়েছে। তিনি মহারাষ্ট্রের নাগপুরে তাঁর নিজের শহর যোগ দিবসের একটি অনুষ্ঠানও আয়োজন করেন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া নয়াদিল্লির এইমসে একটি যোগব্যায়ামের কর্মশালায় অংশ নেন। এই উপলক্ষে তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, ‘আসুন আমরা সবাই মিলে নিয়মিত যোগচর্চা করি এবং সুস্থ সমাজ গড়ে তুলি’।
নবমতম আন্তর্জাতিক যোগ দিবসে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে একটি বিশেষ ভিডিও বার্তার মাধ্যমে সকল দেশবাসীর কাছে তাঁর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। তিনি যোগব্যায়ামকে একটি ‘বিশ্বজোড়া আন্দোলন’ বলে অভিহিত করেছেন। তাঁর মতে, যোগব্যায়াম এমন একটি প্রক্রিয়া, যা সকলকে একত্রিত করে সুস্থ স্বাস্থ্য গড়ে তোলার কথা বলে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক যোগ দিবসে একটি টুইটের মাধ্যমে নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যোগ হল শরীর, মন এবং আত্মাকে কেন্দ্রীভূত করার মাধ্যম, যা কেবল শরীরকেই নয়, মস্তিষ্ককেও সুস্থ করে তোলে। এটি বিশ্বের কাছে ভারতের দেওয়া এক অমূল্য ঐতিহ্য, যা নরেন্দ্র মোদী সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার কাজ করেছেন।’
উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় এই আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করেন মধ্যপ্রদেশের জব্বলপুরে। সেখানে তাঁকে যোগব্যায়াম করতে দেখা গেছে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি ভবনে যোগব্যায়ামে অংশগ্রহণ করতে দেখা গেছে। তিনি প্রত্যেককে নিয়মিত যোগব্যায়াম করার পরামর্শ দেওয়ার পাশপাশি, যোগব্যায়ামের মধ্যে যে এক অদ্ভুত শক্তি আছে তা অনুভব করার জন্য আহ্বান জানিয়েছেন।