শেষ আপডেট: 23rd March 2025 13:21
দ্য ওয়াল ব্যুরো: পরিষ্কার-পরিচ্ছন্ন বাড়ি কার না পছন্দ। তবে সময়ের অভাবে অনেকেই নিয়মিত ঘর পরিষ্কার করতে পারেন না। বিশেষ করে রান্নাঘর দ্রুত তেলচিটে হয়ে যায়, যা পরিষ্কার করতে বেশ বেগ পেতে হয় সকলকেই। এমন অবস্থায় কাজে আসতে পারে অ্যাপেল সিডার ভিনিগার। শরীর ভাল রাখার পাশাপাশি এই উপাদান ঘরের বিভিন্ন জিনিস পরিষ্কার রাখতেও সাহায্য করবে।
সাধারণত বিভিন্ন উপাদান দিয়ে তৈরি ভিনিগার বাজারে পাওয়া যায়, তবে অ্যাপেল সিডার ভিনিগার তুলনামূলকভাবে বেশি জনপ্রিয়। জেনে নিন, এটি কীভাবে নিত্যদিনের নানা কাজে ব্যবহার করা যেতে পারে।
বাসনের জেদি দাগ দূর করতে
রান্নার সময় খাবার পুড়ে গিয়ে বাসনপত্র কালো হয়ে যায় অনেকসময়। এই দাগ তুলতে এক কাপ অ্যাপেল ভিনিগার ও এক কাপ জল মিশিয়ে গরম করে নিন। এরপর এতে দু’চামচ বেকিং সোডা মিশিয়ে দাগ যেখানে আছে, লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেললেই বাসন নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে।
চশমার কাচের দাগ পরিষ্কার করতে
যাঁরা নিয়মিত চশমা ব্যবহার করেন, তাঁদের জন্য কাচের ওপর জমে থাকা দাগ বিরক্তিকর হতে পারে। শক্ত দাগ দূর করতে নরম কাপড়ে সামান্য আপেল ভিনিগার লাগিয়ে চশমা মুছে নিন। এতে দাগ সহজেই উঠে যাবে।
হাতের দুর্গন্ধ দূর করতে
মাছ-মাংস ধোওয়া বা পেঁয়াজ কাটার পর অনেক সময় হাতে গন্ধ থেকে যায়, যা সাবান দিয়েও সহজে যায় না। এক্ষেত্রে জলে কয়েক ফোঁটা ভিনিগার মিশিয়ে হাত ধুলে গন্ধ দূর হবে।
বাগানের আগাছা পরিষ্কারে
ঘরের বাগানে আগাছা জন্মালে তা দূর করতে জলের সঙ্গে অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে স্প্রে করুন। প্রাকৃতিক উপায়ে আগাছা দমন করবে।
বাচ্চাদের দুধের বোতল জীবাণুমুক্ত করতে
দুধের বোতল ভালভাবে পরিষ্কার না হলে ব্যাকটেরিয়া জন্মাতে পারে, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। ফোটানো জলে অ্যাপেল ভিনিগার মিশিয়ে বোতল ধুলে তা সম্পূর্ণ জীবাণুমুক্ত থাকবে।
মেঝে বা কোনও জায়গা থেকে মোম তোলার সহজ উপায়
লোডশেডিং, পুজো বা রোমান্টিক ডিনারের পর ফ্লোরে গলে পড়া মোম লেগে থাকতে পারে। তা পরিষ্কার করা কঠিন। জলের সঙ্গে অ্যাপেল ভিনিগার মিশিয়ে সেই জায়গা মুছলেই মোম উঠে যাবে।
নতুন বাসনের স্টিকার তুলতে
নতুন বাসনে লাগানো স্টিকার অনেক সময় পুরোপুরি উঠতে চায় না। এই সমস্যা থেকে মুক্তি পেতে স্টিকারের ওপর অ্যাপেল সিডার ভিনিগার স্প্রে করুন এবং কিছুক্ষণ পর ঘষে তুলুন, সহজেই উঠে যাবে।