শেষ আপডেট: 22nd October 2022 09:55
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার দেশজুড়ে পালিত হয়ে গেল 'পুলিশ স্মৃতি স্মারক দিবস' (Police Memorial Day)। কলকাতার রেড রোডে যে পুলিশ স্মৃতি স্মারক স্থল রয়েছে সেখানে এই অনুষ্ঠান পালিত হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের (Kolkata Police) উচ্চ আধিকারিকরা।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার নগরপাল বিনীত গোয়েল। শহিদদের স্মরণ করেন তিনি। কর্তব্য করতে গিয়ে যেসব পুলিশ কর্মী আত্মবলিদান দিয়েছেন এদিন তাঁদের স্মরণ করা হয়।
১৯৫৯ সালের ২১ অক্টোবর। ভারত-চিন সীমান্তে হঠাৎই ভারতীয় জওয়ানদের ওপর হামলা চালায় চিনা সৈন্য। সেই সময় ওই সীমান্ত আগলে রেখেছিলেন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের জওয়ানরা। এই হামলায় প্রাণ হারান বেশ কয়েকজন পুলিশকর্মী।
শুধু তাই নয়, বেশ কয়েকজনকে বন্দি করে নিয়ে যায় চিনা ফৌজ। তবে পরে তাঁরা পালিয়ে আসতে সক্ষম হন।
মৃত জওয়ানদের দেহ ফিরিয়ে দেয় চিনা সেনাবাহিনী। লাধাখের মাটিতে পূর্ণ মর্যাদার সঙ্গে তাঁদের শেষকৃত্য সম্পন্ন করা হয়।
সেই থেকে প্রতিবছর এই দিনে মৃত পুলিশ পুলিশ কর্মীদের স্মরণ করা হয়। তাঁদের আত্মত্যাগ ও কর্তব্যে অবিচল থাকার মানসিকতাকে মনে করা হয়। সারা দেশের মতো কলকাতাতেও এই দিবস পালন করা হয়।