শেষ আপডেট: 30th September 2024 13:30
দ্য ওয়াল ব্যুরো: নিজেদের সুন্দর করে তোলার জন্য শরীরে কাঁচি চালিয়েছেন বলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রী। কেউ নিজের শারীরিক গঠনে না খুশ ছিলেন, কেউ আবার ঠোঁট-নাক নিয়ে। তাই প্লাস্টিক সার্জারির পথ বেছে নিতে দেখা গিয়েছে বহু তারকাকে। কেউ স্বীকার করেন, আর কেউ করেন না।
তবে কারও কারও ক্ষেত্রে ভোলবদল বেশি চোখে পড়ে। সেই সব অভিনেত্রীদের দেখে নেওয়া যাক। তাদের প্লাস্টিক সার্জারির আগে কেমন দেখতে ছিল, আর পরে কেমন হয়েছে, তা একঝলকে দেখে নিন।
মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে তিনি হলিউডে নিজের জায়গা পাকা করে নিয়েছেন। বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা এক সময় শরীরে নানা প্লাস্টিক সার্জারি করান। তবে সে বিষয়ে কখনওই স্বীকার করেননি তিনি। জানা যায়, নাক, ঠোঁট, গাল সবই নাকি প্লাস্টিক সার্জারির মাধ্যমে বদলে ফেলেছেন।
তালিকায় কমল হাসানের মেয়ে শ্রুতি হাসানের নামও রয়েছে। যাঁর ভোলবদল খুব বেশি চোখে পড়ার মতো। দক্ষিণী দুনিয়ার পাশাপাশি বলিউডেও তিনি নিজের জায়গা তৈরি করে নিয়েছেন। সার্জারির মাধ্যমে নাক ঠিক করেছেন বলে শোনা যায়। তবে বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তাঁর শ্বাসকষ্টের সমস্যা ছিল বলে এই সার্জারি করতে হয়েছে।
নিজের নাচে সবাইকে মাতিয়ে রাখেন নোরা ফতেহি। তিনিও এই তালিকায় রয়েছেন। আগের ছবি দেখলে চিনতে পারা দায়। তিনি নিজের স্বীকার না করলেও বলিপাড়ায় এমন জল্পনা রয়েছে যে, তিনিও সার্জারি করেছেন।
শিল্পা শেট্টির আগের ছবি দেখলে চিনবে কার সাধ্য। একাধিকবার সার্জারি করিয়েছেন তিনি। তা যদিও নিজে মুখেই জানিয়েছেন একাধিক সাক্ষাৎকারে। তাঁর নাকে দু'টি সার্জারি করা। বড় পর্দায় নিজেকে সুন্দর দেখাতেই এমন সিদ্ধান্ত।
ক্যাটরিনা কাইফের মুখেও একাধিক সার্জারি হয়েছে। তবে তা তিনি কখনওই স্বীকার করেননি। তাঁর রূপে মুগ্ধ নয় এমন মানুষ কমই আছেন। তবে সার্জারির আগে ও পরের ছবি দেখলে ভোলবদল চোখে পড়তে বাধ্য।