শেষ আপডেট: 1st July 2023 12:07
দ্য ওয়্যাল বুরো: ১ জুলাই বিধানচন্দ্র রায়ের জন্মদিন। এবং এক অদ্ভুত সমাপতনে তাঁর মৃত্যুদিনও। তিনি পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রীই শুধু নন, স্বাধীনতা পরবর্তী কালে এই রাজ্যের রূপকারও। প্রশাসনিক এবং রাজনৈতিক পরিচিতি ছাড়াও তাঁর অন্যতম পরিচয় তিনি ডাক্তার। বস্তুত প্রশাসক এবং ডাক্তার পরিচিতির মধ্যে কোনটা তাঁর প্রধান পরিচয় সেটা তাঁর ১৪২তম জন্মদিনেও নির্ধারণ করা সম্ভব হয়নি। তাঁর জীবন জুড়ে রয়েছে অজস্র কাহিনি যার অনেকটাই পরিণত মিথে। ডাক্তার হওয়ার ইচ্ছে সেভাবে না থাকলেও এই জীবিকায় প্রায় প্রবাদে পরিণত হয়েছিলেন তিনি।
চিকিৎসক বিধানচন্দ্রকে সম্মান জানিয়েই সারা ভারতে প্রতিবছর ১ জুলাই ‘চিকিৎসক দিবস’ হিসেবে উদযাপন করা হয়। জীবনকে ছাপিয়ে যাওয়া এই ব্যক্তিত্বকে আমাদের প্রণাম।
বিশ্বের সেরা মসজিদগুলি দেখলে চোখ ধাঁধিয়ে যাবে, ধর্মের উপরে যেন সত্য সৌন্দর্য
১৯৫০ সালে তিনি কলকাতা শহর থেকে আরও ৫০ কিমি দূরে একটি জায়গা জুড়ে গড়ে তুললেন এক নগর। নদিয়ার কাছাকাছি গঙ্গার তীরের এই জায়গা এক সময়ে ছিল মার্কিন সেনাদের ছাউনি, নাম ছিল 'রুজভেল্ট নগর'। পরবর্তীকালে সেই জায়গারই নাম হয় 'কল্যাণী'। মনে করা হয় ডাঃ বিধানচন্দ্র রায় তাঁর অপূর্ণ ভালবাসার নামেই হয়ত একটা গোটা শহরের নাম রেখেছিলেন। তবে এই কথা সত্যি না মিথ্যা তা জানা যায়নি। কিছু জিনিস হয়ত অজানা থাকাই ভাল।
সারাজীবনই চিরকুমার হয়েই থেকে গেছিলেন ডাঃ বিধানচন্দ্র রায়। প্রশ্ন একটাই, কেন? উত্তর লিখিতভাবে না থাকলেও হয়ত তাঁর কল্যাণীর প্রতি ভালবাসা তাঁকে সারাজীবন চিরকুমার করেই রেখেছিল।
নিজেকে শুধু চিকিৎসা বিজ্ঞানের মধ্যে বেঁধে রাখেননি তিনি। শিক্ষা থেকে শুরু করে শিল্প, রাজনীতি সব দিকেই নিয়োজিত করেছিলেন তিনি। ১৯৬১ সালে ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্নে ভূষিত হন তিনি। এমনকি তাঁকে সম্মান জানিয়েই কলকাতার এক ব্যস্ততম নগরের নামকরণ করা হয় 'বিধাননগর'।
ডাঃ বিধানচন্দ্র রায় কিংবদন্তি চিকিৎসা বিজ্ঞানী স্যার নীলরতন সরকারের কন্যা কল্যাণীর প্রেমে পড়েন। নীলরতন সরকারের পাঁচ মেয়ের মধ্যে একজন হলেন কল্যাণী আর বিয়ের প্রস্তাব নিয়ে তৎকালীন কলকাতার সবচেয়ে বিখ্যাত এবং ধনী ডাক্তার ডঃ সরকারের সাথে দেখা করার সাহস সঞ্চয় করেছিলেন যুবক বিধানচন্দ্র রায়।
ছবিতে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী এবং ভারতীয় চিকিৎসক বিধান চন্দ্র রায়। ছবিটি প্রায় ১৯৫০ সালের দিকে একটি প্রেস কনফারেন্সে তোলা।
পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী ডঃ বিধান চন্দ্র রায়, ইন্ডিয়া হাউস, লন্ডনে নিজের ডেস্কে। ছবিটি তোলা ১৮ আগস্ট ১৯৪৯ সালে।
ডঃ বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন, তৎকালীন রাজ্যপাল রাজা গোপালাচারীর সামনে গভর্নমেন্ট হাউসে। ছবিটি তোলা ১৯৪৮ সালে ৩০ জানুয়ারি কলকাতায়।
রানি দ্বিতীয় এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপকে বিমানবন্দরে স্বাগত জানাচ্ছেন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়। ছবিতে বাঁদিক থেকে বিজয়লক্ষ্মী পণ্ডিত, পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্যপাল পদ্মজা নাইডু, রানি দ্বিতীয় এলিজাবেথ, বিধানচন্দ্র রায় ও প্রিন্স ফিলিপ। ছবিটি ১৯৬১ সালে তোলা।