শেষ আপডেট: 6th February 2025 20:15
দ্য ওয়াল ব্যুরো: ঘুরতে কে না ভালবাসে? সঙ্গে যদি থাকে আপনার প্রিয় মানুষটি, তবে সেই ট্রিপ হয়ে উঠবে আরও বিশেষ। এই ভ্যালেন্টাইন্স উইকে সঙ্গীকে উপহার হিসেবে দিতে পারেন কোনও ট্রিপ। একান্তে সময় কাটাতে পারেন এই জায়গাগুলিতে।
মালদ্বীপ
মালদ্বীপ যেকোনও যুগলের কাছেই খুব জনপ্রিয়। সাদা বালি আর নীল সমুদ্রের মাঝে প্রতিটা মুহূর্ত হয়ে উঠবে রোম্যান্টিক।
মালয়েশিয়া
মালয়েশিয়ার পরিচিত একাধিক জায়গা রয়েছে। কিন্তু পেনাং সচরাচর কেউ যান না। প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক স্থাপত্য একত্রে দেখা যেতে পারে এখানে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পেনাং থেকে এই ভালবাসার মরশুমে ঘুরে আসতে পারেন আপনিও।
গোয়া
গোয়া পর্যটকদের কাছে জনপ্রিয় হলেও এখন অনেক ভিড় থাকে। তবে দক্ষিণ গোয়ার কোলা বিচ তেমন জনপ্রিয় হয়নি। এখানকার শান্ত পরিবেশে সঙ্গীর সঙ্গে একান্তে কিছুটা সময় কাটাতে পারেন।
গ্রিস
আপনি যদি দেশের বাইরে কোথাও যেতে চান, তাহলে গ্রিস হতে পারে আদর্শ জায়গা। এখানকার নীল আকাশ এবং প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মন্ত্রমুগ্ধ করবেই। গ্রিসের ভূমধ্যসাগরীয় খাবারের স্বাদও বিশেষভাবে উপভোগ্য।
মানালি
পাহাড়ের প্রেমে পড়েননি এমন মানুষের সংখ্যা হাতে গোনা। সঙ্গীর সঙ্গে পাহাড়ের কোলে কিছুটা সময় কাটানোর চেয়ে ভাল আনুভূতি আর নেই। চলে যেতে পারে বরফে মোড়া মানালিতে। ভ্যালেন্টাইন্স ডে কাটানোর জন্য সেরা ঠিকানা।
উদয়পুর
ইতিহাস ভাল লাগলে রাজস্থান ও উদয়পুর হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। লেকের ধারে সূর্যাস্ত দেখতে পারেন এক সঙ্গে। রিক্রিয়েট করতে পারেন ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানির দৃশ্য।
কাজাখস্তান
কাজাখস্তানও বেশ জনপ্রিয় পর্যটকদের কাছে। এখানে ট্রেকিং, ক্যাম্পিং, ঘোড়ায় চড়া-সহ একাধিক অ্যাডভেঞ্চার করতে পারবেন। প্রকৃতির সান্নিধ্যে থাকতে চাইলে পৌঁছে যেতে পারেন।