শেষ আপডেট: 27th December 2024 16:01
দ্য ওয়াল ব্যুরো : ভারতীয় ক্রিকেট দল বর্তমানে অস্ট্রেলিয়া সফরে গিয়েছে। চলতি বর্ডার-গাভাসকার ট্রফিতে দুই দল পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে। সিরিজের চতুর্থ তথা বক্সিং ডে টেস্ট মেলবোর্নে আয়োজন করা হয়েছে।
২০২১ সালে আজকের দিনেই বর্ডার-গাভাসকার ট্রফিতে বক্সিং ডে টেস্ট খেলতে নেমেছিলেন অজিঙ্কা রাহানে। সেই ম্যাচে তাঁর চওড়া ব্যাট থেকে একটি ঝকঝকে শতরান বেরিয়ে এসেছিল। টিম ইন্ডিয়ার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন।
২০২১ সালে বর্ডার-গাভাসকার ট্রফির বক্সিং ডে টেস্ট ম্যাচও মেলবোর্নেই খেলা হয়েছিল। সেইসময় বিরাট কোহলির অনুপস্থিতিতে অজিঙ্কা রাহানে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন। এই ম্যাচে রাহানে দুর্দান্ত ব্যাট করেন। তাঁর ব্যাট থেকে ১১২ রানের একটা ঝকঝকে ইনিংস বেরিয়ে আসে।
এই ম্যাচে অনুপস্থিত ছিলেন বিরাট কোহলি। সেকারণে টিম ইন্ডিয়ার ব্যাটিং নিয়ে যথেষ্ট টেনশন তৈরি হয়েছিল। কিন্তু, রাহানে টিম ইন্ডিয়ার দায়িত্ব গ্রহণ করেন এবং একটি বিজয়ী ইনিংস ভারতীয় ক্রিকেট দলকে উপহার দেন।
ফেরা যাক ২০২৪-এ। ব্রিসবেন টেস্টে ভারতীয় ক্রিকেট দল যেভাবে মুখ থুবড়ে পড়েছিল, মেলবোর্নেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি দেখতে পাওয়া গেল। বক্সিং ডে টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষ হয়ে গিয়েছে।
দ্বিতীয় দিনের শেষে টিম ইন্ডিয়া ৫ উইকেট হারিয়ে মাত্র ১৬৪ রান করেছে। অস্ট্রেলিয়ার থেকে তারা এখনও ৩১০ রানে পিছিয়ে রয়েছে। সবথেকে বড় কথা ফলো-অন বাঁচাতে হলে ভারতীয় ক্রিকেট দলকে আরও ১১১ রান করতে হবে।
আপাতত এই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে দুটো দলই একটি করে ম্যাচ জিতেছে। সিরিজের প্রথম ম্যাচ টিম ইন্ডিয়া এবং দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া জয়লাভ করেছিল। তৃতীয় ম্যাচটি ড্র হয়ে যায়। এই পরিস্থিতিতে চতুর্থ ম্যাচটা দুটো দলের কাছেই যথেষ্ট গুরুত্বপূর্ণ। যে দল জিতবে, তারা এই সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যাবে।