শেষ আপডেট: 9th November 2024 14:59
দ্য ওয়াল ব্যুরো: খুশির হাওয়া ওড়িশায়। পুরীর অদূরেই নন্দনকাননে জন্ম নিল চারটি সাদা বাঘ। শনিবার সকালে এই চারটি ছানা জন্ম নেয়।
নন্দনকাননের রূপার কোল জুড়ে এল চারটি ছানা। শনিবার ভোর ৫.৪৩ থেকে ৯.৩১-এর মধ্যে তাদের জন্ম হয়।
চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই চার ছানা বর্তমানে ভাল আছে। তাদের সিসিটিভির নজরদারিতে রাখা হয়েছে।
জানা গিয়েছে, এই চার সন্তান নন্দনকাননের রূপা ও কৃষ্ণার। এই চারটি ছানা ছেলে না মেয়ে তা অবশ্য এখনও জানা যায়নি।
চারটি সাদা বাঘের জন্ম হওয়ায় বর্তমানে নন্দনকাননে বাঘের সংখ্যা দাঁড়াল ২৭টি।
এই ২৭টি বাঘের মধ্যে ১৭টি সাধারণ রঙের অর্থাৎ হলুদ-কালো। ৭টি সাদা ও ৩টির শ্বেতী রয়েছে।
একদিকে ওড়িশায় যখন চারটি সাদা বাঘ জন্মাল, অন্যদিকে মধ্যপ্রদেশের কুনোতে একটি চিতা বাঘ সন্তানসম্ভবা। রবিবারই সেকথা জানান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।