শেষ আপডেট: 10th May 2022 14:15
দ্য ওয়াল ব্যুরো: ১৮৮৫ সাল থেকে চালু হওয়া নীলগিরি পার্বত্য রেলপথ দিয়ে খেলনার গাড়ি চড়ে উটি যাওয়ার আনন্দই আলাদা। কোয়েম্বাত্তুরের মেট্টুপালায়ম থেকে কুন্নুর হয়ে উটি যায় এই রেলগাড়ি। ২০০৫ সালে একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে ইউনেসকো। ৪৬ কিলোমিটার দীর্ঘ এই রেলপথে আড়াইশোটি সেতু এবং ১৬টি সুড়ঙ্গ পার করে। দেশের মধ্যে একমাত্র এই নীলগিরি পার্বত্য রেলপথই মিটার গজে চলে। সম্প্রতি অবশ্য এটি খনিজ তেলের বাষ্পইঞ্জিনে চলতে শুরু করেছে।
সবুজে ভরা যাত্রা।
পেরোতে হয় আড়াইশোটি সেতু।
বনানীর বুক চিরে ছুটে চলে ট্রেন।
ইউক্যালিপটাসদের ভিড়।
১৬টি সুড়ঙ্গ পার করে।
এ এক দারুণ আনন্দসফর।
কু ঝিকঝিক খেলনা গাড়ি।
২০০৫ সালে একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে ইউনেসকো।
৪৬ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ।
কোয়েম্বাত্তুরের মেট্টুপালায়ম থেকে কুন্নুর হয়ে উটি যায় এই রেলগাড়ি।