শেষ আপডেট: 29th September 2022 08:06
দ্য ওয়াল ব্যুরো: ভোলবদল হতে চলছে নয়া দিল্লির রেলস্টেশনের (New Delhi Railway Station)। কেমন হবে এই স্টেশন? ভারতীয় রেল মন্ত্রকের (Railway Ministry) তরফ থেকে যখন প্রথম এই স্টেশনের নকশা সামনে এসেছিল তখন অনেকেই বিশ্বাস করতে পারেননি যে, ভারতেও এমন সম্ভব? অনেকেই বলেছেন, এ যেন কল্পবিজ্ঞানের পাতা থেকে উঠে এসেছে।
রেল ল্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (RLDA) দিল্লি ক্যান্টনমেন্ট স্টেশনের পুনর্নির্মাণের প্রস্তাব জানায়। সেই প্রস্তাব পাস হয়ে গেল। রেল মন্ত্রকের তরফ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যা দেখে ফের একবার চমকে উঠল ভারতবাসী।
কেমন সেই ছবি? দেখা যাচ্ছে গোলাকৃতি গম্বুজের মতো দুটি আকৃতির বিল্ডিং। পুরোটাই কাচ দিয়ে ঢাকা। চারপাশে ফ্লাইওভার দিয়ে ঘেরা। স্টেশনে যানজট এড়াতে এই ব্যবস্থা। আছে ফুট ব্রিজও। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক কেমন হতে চলেছে এই স্টেশন---
উন্নত সুবিধা প্রদানের লক্ষ্যে নয়া দিল্লি রেলওয়ে স্টেশন হাইব্রিড বিল্ট অপারেট ট্রান্সফার মডেলের অধীনে পুনর্নির্মাণ করা হবে।
সরকার এই পুনর্নির্মাণের অনুমোদন দিয়েছে। এই স্টেশনের ছাদে যে গম্বুজ তৈরির পরিকল্পনা করা হয়েছে তা বিশ্বের যেকোনও স্টেশনের থেকে অনন্য।
নয়া দিল্লির পাশাপাশি আমেদাবাদ ও মুম্বইয়ের ছত্রপতি শিবাজি রেল টার্মিনাল স্টেশনেরও পুনর্নির্মাণ করা হবে। এই জন্য সরকারের তরফ থেকে ১০ হাজার কোটি টাকা অনুমোদন করা হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আগামী তিন বছরের মধ্যেই এই রেল স্টেশন তৈরির কাজ শেষ হয়ে যাবে।
অত্যাধুনিক পরিষেবা মিলবে এই স্টেশনে। স্টেশনের মধ্যেই যেমন থাকবে খাওয়া দাওয়ার ব্যবস্থা, তেমনই থাকবে শপিংমল, কফিশপ ইত্যাদি। অর্থাৎ এক ছাদের নীচেই পাওয়া যাবে যাবতীয় সুবিধা।
ভারতে এর আগে এমন রেল স্টেশন ছিল না। এই নকশা অনুযায়ী তৈরি হলে কয়েক বছরের মধ্যেই নয়া দিল্লির রেলস্টেশন এমন চেহারা নেবে! এটা বাস্তবে হলে সত্যিই এক মাইলফলক হবে তা বলাই বাহুল্য।