শেষ আপডেট: 23rd November 2024 12:44
দ্য ওয়াল ব্যুরো: ইতিউতি বিয়ের খবর আসছে। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই চেনা পরিচিতের আইবুড়ো ভাত খাওয়ার ছবি ভাসছে।
যদি আপনার কপাল ভাল থাকে, শিগগির একটা বিয়ের নেমন্তন্ন পেতেই পারেন। না পেলে, 'গতস্য শোচনা নাস্তি' মানে অনুশোচনা করে লাভ নেই।
এবার যাঁরা নিমন্ত্রণ পাচ্ছেন বা বিয়ে করছেন তাঁদের মুখ্য চিন্তার একটা দিক সাজ-পোশাক। কী পরবেন, কীভাবে পরবেন সেটাও একটা ব্যাপার। যদি বাই চান্স আড় চোখে স্পেশ্যাল কেউ তাকিয়ে ফেলেন তাহলে তো কেল্লাফতে।
এসব ভজঘট চিন্তা ভাবনা মেটাতে সাহায্য করতে পারে সুরভী পানসারির ডিজাইনিং কালেকশন 'দ্য ওয়ার্ল্ড অফ শিভালরি'।
রাজপুতদের বেশভূষা থেকে অনুপ্রাণিত হয়ে এম্ব্রয়ডারির কায়দায় তৈরি করেছেন বন্ধগলা, শেরওয়ানি, যোধপুরী কোট, জ্যাকেট, কুর্তা, টাক্সিডো।
নকশা করা গোলাপি শেরওয়ানির সঙ্গে মানানসই পাজামায় আপনিও নিজের ব্যক্তিত্বে খানিকটা রাশভারী ব্যাপার আনতে পারেন।
গাঢ় নীল গলাবন্ধ কুর্তার সঙ্গে যদি ইন্দো-ওয়েস্টার্ন লুক আনতে চান তাহলে ধুতি-প্যান্ট। ছবি দেখেই বুঝতে পারছেন ব্যাপারটায় একটা কুল লুক আছে।
পরনে একেবারে কালো কুর্তার সঙ্গে যদি মাথায় রংচঙে পাগড়ি জড়িয়ে নিতে পারেন, তাহলে পছন্দের মানুষের থেকে 'ওয়াও' শোনা আটকায় কে?