শেষ আপডেট: 28th October 2024 17:22
নৈহাটির বড়মার পুজো ১০০ বছর পুরনো। আগে এই নামে ডাকা হত না তাঁকে। এর পিছনে রয়েছে বহু প্রাচীন ইতিহাস। রয়েছে এক গল্পও।
স্থানীয়দের থেকে জানা যায়, বড়মার পুজো শুধু করেন ভবেশ চক্রবর্তী নামের এক ব্যক্তি। তিনি ও তাঁর চার বন্ধু নবদ্বীপে রাস দেখতে গিয়ে বড় বড় মূর্তি দেখেন। খানিকটা অবাক হয়েই রক্ষাকালীকে বিশালাকার মূর্তি হিসেবে গড়ার সিদ্ধান্ত নেন।
এই বিশালাকার কালী প্রতিমায় প্রথমে ভবেশ চক্রবর্তীর নামে ভবেশ কালী হিসেবে পূজিত হত। পরে এই মূর্তির আয়তন দেখে বড়মা নাম দেওয়া হয়। স্থানীয়দের এখনও অনেকে ভবেশ কালী বলে থাকেন।
কোজাগরী লক্ষ্মীপুজোর দিন এই পুজোর খুঁটিপুজো হয়। যেখানে সারা বছর বড়মার পুজো সেখানে কালীপুজোর দিন পুজো হয় না। আগে যেখানে রক্ষাকালী পুজো করা হত, কালীপুজোর দিন সেখানেই মাকে প্রতিষ্ঠা করা হয়।
এবছর কালীপুজো ৩১ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার। ২৪ অক্টোবর থেকে শুরু হয়েছে মানতের পুজো। বুধবার অর্থাৎ ৩০ তারিখ পর্যন্ত মানতের পুজো চলবে। ৩১ তারিখ কালীপুজো হবে।
ওইদিন রাত ১১টা থেকে শুরু হবে মূল পুজো। চলবে রাত ১ টা পর্যন্ত। ১টা নাগাদই হবে অঞ্জলি। তারপর প্রসাদ বিতরণ। নিরঞ্জন হবে ভাইফোঁটার পরের দিন অর্থাৎ নভেম্বরের ৪ তারিখ।
প্রতিবছরের মতো এবছরও ৪ হাজার কিলোর ভোগের আয়োজন করা হচ্ছে ভক্তদের জন্য। কুপন পাওয়া যাবে নৈহাটি মহেন্দ্র স্কুল ও পৌরসভার সামনে থেকে।