শেষ আপডেট: 6th November 2024 15:36
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট দলের তারকা প্রাক্তনীদের মধ্যে অন্যতম নাম হল মুনাফ প্যাটেলের। টিম ইন্ডিয়ার হয়ে তিনটে ফরম্য়াটেই প্রতিনিধিত্ব করেছেন তিনি।
২০১১ সালে একদিনের বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মুনাফ। ২০১৮ সালের নভেম্বর মাসে তিনি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন।
মুনাফের বিরুদ্ধে কখনই তেমন কোনও বিতর্ক শুনতে পাওয়া যায়নি। কিন্তু, সম্প্রতি তেমনই একটি ঘটনার সাক্ষী হতে হয়েছে মুনাফকে। বিগ বসের প্রাক্তন প্রতিযোগী ববি ডার্লিং টিম ইন্ডিয়ার এই প্রাক্তন পেসারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন।
২০১১ সালে ববি অভিযোগ করেছিলেন যে মুনাফ নাকি তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করেছিলেন। এই ব্যাপারে কোনও মন্তব্য অবশ্য করতে চাননি মুনাফ। তিনি ববির বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেছিলেন।
টাইমস অফ ইন্ডিয়াকে একটি ইন্টারভিউ দিতে গিয়ে ববি ডার্লিং বলেছিলেন, 'মুনাফ আমাকে ব্যবহার করেছে। আমরা সম্পর্কে ছিলাম। ও আমাকে সবসময় বলত যে ভালবাসে। যদি আমাকেই ভালবাসে, তাহলে অন্য কারোর সঙ্গে কীভাবে সংসার করছে?'
এমনকী, ববি ডার্লিং এও অভিযোগ করেছিলেন যে মুনাফ নাকি একজন কট্টর মুসলমান। এই অভিযোগের পর ববি ডার্লিংয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেন। মুনাফ জানান, ববি ডার্লিংয়ের সঙ্গে ব্যক্তিগত কোনও সম্পর্কই তাঁর ছিল না।
মুনাফের কথায়, একটি পার্টিতে ববি ডার্লিংয়ের সঙ্গে তাঁর দেখা হয়েছিল। ববির এই মন্তব্য মুনাফের ভাবমূর্তি কিছুটা হলেও নষ্ট করেছিল। অনেকে তো আবার ঘটনাটি নিয়ে হাসাহাসিও শুরু করেন। বিষয়টা নিয়ে অনেকদুর জল গড়িয়েছিল।