শেষ আপডেট: 9th September 2024 18:44
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট ইতিহাসে মহেন্দ্র সিং ধোনির অবদান অনস্বীকার্য। তাঁর নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল জোড়া বিশ্বকাপ খেতাব (২০০৭ এবং ২০১১) জয় করেছে। পাশাপাশি ২০১৩ সালে জয় করেছে চ্যাম্পিয়ন্স ট্রফিও। ২০২০ সালের ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন ধোনি। যদিও এখনও পর্যন্ত তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে দাপিয়ে আইপিএল টুর্নামেন্ট খেলে যাচ্ছেন। আসুন জেনে নেওয়া যাক, আইপিএল টুর্নামেন্ট ছাড়া মহেন্দ্র সিং ধোনি আর কোন কোন পথে অর্থ উপার্জন করেন।
গোটা বিশ্বে মহেন্দ্র সিং ধোনি অন্যতম বিত্তশালী স্পোর্টস সেলিব্রিটি। তাঁর সঙ্গে রিবক, পেপসি এবং গো ড্যাডির মতো ৫০-এর বেশি ব্র্যান্ড যুক্ত রয়েছে। প্রতিটা চুক্তি থেকে তিনি ৫ থেকে ১০ কোটি টাকা গ্রহণ করেন।
পাশাপাশি বেশ কয়েকটি সংস্থায় বিনিয়োগ করেন তিনি। সেভেন স্পোর্টস, রীতি স্পোর্টস, খাতাবুক এবং গরুড় এয়ারস্পেক্স সংস্থায় ধোনির বিনিয়োগ রয়েছে। এই কোম্পানিগুলোর স্টক ভ্যালু ৫০০ কোটিরও বেশি।
এছাড়া মহেন্দ্র সিং ধোনি একজন সফল ব্যবসায়ী। রাঁচিতে স্পোর্টস ফিট নামে তাঁর একটি জিম চেইন রয়েছে। রয়েছে মাহি রেসিডেন্সি নামে একটি বিলাসবহুল হোটেল। বেঙ্গালুরুতে এমএস ধোনি গ্লোবাল স্কুল রয়েছে।
একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, মহেন্দ্র সিং ধোনি তাঁর বায়োপিক 'এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি'র জন্য ৩০ কোটি টাকা নিয়েছিলেন। ২০১৬ সালে এই সিনেমাটি রিলিজ করেছিল। ধোনির ভূমিকায় অভিনয় করেছিলেন সুশান্ত সিং রাজপুত।
পাশাপাশি বেশ কয়েকটি স্পোর্টস ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত রয়েছেন মাহি। এরমধ্যে রয়েছে রাঁচি রয়্যালস (হকি), চেন্নাইন এফসি (ইন্ডিয়ান সুপার লিগ) এবং মাহি রেসিং টিম ইন্ডিয়া।
মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষীর একটি প্রোডাকশন হাউজ রয়েছে। গত বছর এই প্রোডাকশন হাউস থেকে প্রথম সিনেমা প্রযোজনা করা হয়েছিল। এই সিনেমাটির নাম 'লেটস গেট ম্যারেড'।
শোনা যাচ্ছে, এটাই নাকি ধোনির শেষ আইপিএল মরশুম হতে চলেছে। আগামী মরশুম থেকে তিনি এই দলের মেন্টর কিংবা কোচ হিসেবে যোগ দিতে পারেন।