শেষ আপডেট: 30th September 2024 16:52
দ্য ওয়াল ব্যুরো: কোভিড ১৯-এর প্রভাব পড়েছিল চাঁদেও। কমেছিল তাপমাত্রা। এমনই দাবি করছে সাম্প্রতিক কয়েকটি গবেষণা। পৃথিবীর সঙ্গে চাঁদ বা অন্যান্য গ্রহের যে নিবিড় যোগ, তাও উঠে আসছে এর মাধ্যমে।
কোভিড ১৯ পাল্টে দিয়েছিল বহু মানুষের জীবন। বদলে গেছিল জলবায়ু। মানুষের জন্য অভিশাপ হয়ে এলেও, কোভিড ও তার ফলে হওয়া লকডাউন পরিবেশের জন্য আশীর্বাদ হয়ে এসেছিল।
কমেছে দূষণ। পাল্টেছে জলবায়ু। ভারতে এমন অনেক রাজ্য আছে যেখানে বৃষ্টির পরিমাণ খুব কম। সেখানেও বৃষ্টির পরিমাণ বেড়েছিল।
এই লকডাউনের প্রভাবে যেভাবে প্রাণ খুলে নিঃশ্বাস নিচ্ছিল পৃথিবী। তার প্রভাব পড়ে সৌর জগতে।
চাঁদ নিয়ে নাসার একটি গবেষণা বলছে, ২০২০ সালে লকডাউনের সময় চন্দ্রপৃষ্ঠের তাপমাত্রা কমেছিল লক্ষ্যণীয় হারে।
৮ থেকে ১০ কেলভিন তাপমাত্রা কমেছিল সেই সময়। যা দেখে খুশি হন বিজ্ঞানীরা। তাঁদের কথায়, পৃথিবীর সঙ্গে নিবিড় যোগ রয়েছে সৌরজগতের। তার ফলেই তাপমাত্রা কমে চন্দ্রপৃষ্ঠের।
গবেষণা বলছে, যেই লকডাউন শেষে মানুষ বাড়ির বাইরে বেরোতে শুরু করল, সেই বাড়তে থাকল চন্দ্রপৃষ্ঠের তাপমাত্রা। যা বোঝায়, আমরা পৃথিবীতে যা করছি, তার প্রভাব শুধু পৃথিবীতে পড়ছে এমন না। গোটা সৌর জগতে পড়ছে।