শেষ আপডেট: 10th December 2024 19:17
দ্য ওয়াল ব্যুরো : অ্যাডিলেডে আয়োজিত দিন-রাতের টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রাভিস হেড এবং ভারতীয় পেস বোলার মহম্মদ সিরাজের মধ্যে মৌখিক লড়াই দেখতে পাওয়া গিয়েছিল। সেকারণে আইসিসি জরিমানাও করেছে মহম্মদ সিরাজকে।
আসলে, এই ম্যাচে ট্রাভিস হেডকে ক্লিন বোল্ড করে দিয়েছিলেন মহম্মদ সিরাজ। এই ঘটনায় রীতিমতো রেগে যান ট্রাভিস। তিনি রাগের মাথায় সিরাজকে উলটো-পালটা কথা বলেন। এরপর সিরাজ তাঁকে প্যাভিলিয়নে যাওয়ার নির্দেশ দেন।
গত ৯ ডিসেম্বর আইসিসি সিরাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করে। তাঁর ২০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হয়। এই ব্যাপারে সিরাজের প্রথম প্রতিক্রিয়া এবার সামনে এল।
আইসিসি নিদান দিয়েছে, সিরাজের থেকে ২০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হবে। আর ট্রাভিস হেডকে সতর্ক করেই ছেড়ে দেন তিনি। এবার ২০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়ার প্রসঙ্গে মুখ খুললেন মহম্মদ সিরাজ।
সিডনি মর্নিং হেরাল্ডে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, সিরাজ এই ব্যাপারটাকে একেবারেই গুরুত্ব দিচ্ছেন না।
তিনি বলেছেন, 'আরে বন্ধু সব ঠিক আছে।' এরপর এই ভারতীয় পেসারকে আইসিসি-র সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হয়। এরপর গোটা বিষয়টা তিনি এড়িয়ে যান এবং বলেন, 'ভাই আমি এখন জিমে যাচ্ছি।'
প্রসঙ্গত, হেডের এই ইনিংসের দৌলতেই টিম ইন্ডিয়াকে ১০ উইকেটে পরাস্ত করে অস্ট্রেলিয়া। আগামী ১৪ ডিসেম্বর থেকে গাব্বায় তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হবে। আপাতত এই সিরিজ ১-১ ব্যবধানে দাঁড়িয়ে রয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য ভারতকে বাকি প্রত্যেকটা ম্যাচ জিততে হবে।