শেষ আপডেট: 7th December 2024 21:45
দ্য ওয়াল ব্যুরো : চলতি বর্ডার-গাভাসকার ট্রফি শুরু হওয়ার আগে থেকেই ভারতীয় ক্রিকেট দলে মহম্মদ সামির প্রত্যাবর্তন নিয়ে জল্পনা চলছে। কিন্তু, এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ায় তিনি কামব্যাক করতে পারেননি। কিন্তু, ঘরোয়া ক্রিকেটে আগুন পারফরম্য়ান্স করে ইতিমধ্যে সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি।
সম্প্রতি সামির কামব্যাক নিয়ে একটি বড়সড় খবর সামনে এসেছে। ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট আপাতত সামির কামব্যাকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৩ সালে আয়োজিত একদিনের ক্রিকেট বিশ্বকাপের পর থেকে আর সামিকে টিম ইন্ডিয়ার জার্সিতে দেখতে পাওয়া যায়নি।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক মণ্ডলী সামির ফিটনেসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। অর্থাৎ, সামির থেকে সবুজ সংকেত পাওয়া গেলেই তাঁকে জাতীয় দলে ফিরিয়ে আনা হবে।
পাশাপাশি এই রিপোর্টে আরও যোগ করা হয়েছে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে সামির প্রত্যাবর্তনের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। এমনকী, তাঁর ভিসাও প্রস্তুত হয়ে গিয়েছে। যদি সামিকে ফিট ঘোষণা করা হয়, তাহলে সঙ্গে সঙ্গেই তাঁকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দেওয়া হবে।
সূত্রের খবর, মহম্মদ সামির ফিটনেস টেস্ট রেজাল্টের দিকে আপাতত তাকিয়ে রয়েছে বিসিসিআই। বেঙ্গালুরু গিয়ে সামি ফিটনেস টেস্ট দিয়ে এসেছেন।
সম্প্রতি রনজি ট্রফির পর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও অংশগ্রহণ করেছিলেন মহম্মদ সামি। দুটো টুর্নামেন্টেই নজরকাড়া পারফরম্য়ান্স করেন তিনি। অস্ট্রেলিয়া সফরের জন্য ইতিমধ্যে সামির কিট ব্যাগ প্রস্তুত হয়ে গিয়েছে। ফিটনেস টেস্টে উত্তীর্ণ হলেই তাঁকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দেওয়া হবে। শোনা যাচ্ছে, চলতি সিরিজের শেষ দুটো ম্য়াচে সামিকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে দেখতে পাওয়া যাবে।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দল আপাতত পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নেমেছে। পারথ টেস্টে ২৯৫ রানে জয়লাভ করার পর প্রশংসার বন্যায় ভেসে গিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু, অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়া দুর্দান্ত কামব্যাক করেছে। টিম ইন্ডিয়া আপাতত ইনিংসে পরাজয় এড়াতে চাইছে।