শেষ আপডেট: 20th March 2023 16:03
দ্য ওয়াল ব্যুরো: ভারত সফরে এসেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা (Japan Prime Minister)। সোমবার দিল্লিতে পা রেখেছেন তিনি। ভারতের সঙ্গে জাপানের দ্বিপাক্ষিক সম্পর্কে আলাদা মাত্রা দেবে এই সফর, মনে করছেন অনেকে। দেখুন মোদী (Modi) ও ফুমিও কিশিদার ফুচকা (Golgappa) খাওয়া এবং নানা মুহূর্তের ছবি।
ফুমিও কিশিদা দিল্লির বুদ্ধ জয়ন্তী পার্কে দেখা করেন নরেন্দ্র মোদীর সঙ্গে। সেখানেই আলোচনার ফাঁকে চলে খাওয়া-দাওয়াও।
নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার ফাঁকে ফুমিও কিশিদা ভারতীয় খাবার খেয়ে দেখেন।
ফুচকার স্বাদ নেন ফুমিও। সঙ্গে লস্যি এবং আমপান্নার শরবতের গ্লাসে চুমুকও দিতে দেখা গিয়েছে তাঁকে।
এবছর জি৭ বৈঠকে সভাপতিত্ব করবেন জাপান। মে মাসে হিরোশিমাতে হবে হবে এই বৈঠক।
হায়দরাবাদ হাউসে এই নিয়ে দুই দেশের প্রধানমন্ত্রী আলোচনা করবেন। দুই দেশের কৌশলগত সম্পর্ক নিয়েও আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।
কিশিদা আগেই জানিয়েছিলেন, ভারতে থাকাকালীনই 'ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক প্ল্যান ফর পিস' নিয়ে নতুন পরিকল্পনা নেওয়া হবে।
এই পরিকল্পনার উন্মোচন করবেন কিশিদা। তারপরই এই পরিকল্পনায় ভারত ও জাপানের কী ভূমিকা হবে সেটা স্পষ্ট হবে।