শেষ আপডেট: 25th December 2024 16:45
দ্য ওয়াল ব্যুরো : অস্ট্রেলিয়ার পেস তারকা মিচেল স্টার্ক চলতি বর্ডার-গাভাসকার ট্রফিতে বিধ্বংসী ফর্মে রয়েছেন। তিনি নিজের গতির দৌলতে ভারতীয় ব্যাটারদের ইতিমধ্যে যথেষ্ট বিব্রত করেছেন।
এবার একটি নয়া রেকর্ড কায়েম করতে চলেছেন স্টার্ক। তবে এই রেকর্ড গড়ার জন্য তাঁকে আরও ৫ উইকেট শিকার করতে হবে। তাহলেই তিনি এন্ট্রি নিতে পারবেন এই বিশেষ ক্লাবে। অস্ট্রেলিয়ার সবথেকে সফল বোলারদের মধ্যে চতুর্থ স্থান অর্জন করতে পারবেন।
অস্ট্রেলিয়ার হয়ে এখনও পর্যন্ত ক্রিকেটের তিনটে ফরম্যাট মিলিয়ে মোট ৭০০ উইকেট মাত্র তিনজন বোলারই শিকার করতে পেরেছে। এবার সেই তালিকায় মিচেল স্টার্কের নাম যুক্ত হতে চলেছে।
আপাতত স্টার্ক অস্ট্রেলিয়ার হয়ে ২৮৪ আন্তর্জাতিক ম্যাচে মোট ৬৯৫ উইকেট শিকার করেছেন। যদি মেলবোর্ন টেস্টে তিনি আর পাঁচটা উইকেট শিকার করতে পারেন, তাহলেই ৭০০-র ক্লাবে এন্ট্রি নিতে পারবেন।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়া ক্রিকেট দলের হয়ে সর্বাধিক উইকেট প্রয়াত শেন ওয়ার্ন শিকার করেছেন। তাঁর ঝুলিতে মোট ১,০০১ উইকেট রয়েছে। এরপর দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেস তারকা গ্লেন ম্যাকগ্রা। তিনি ৯৪৯ উইকেট শিকার করেছেন। তৃতীয় স্থানে রয়েছেন ব্রেট লি। তাঁর ঝুলিতে রয়েছে ৭১৮ উইকেট।
মিচেল স্টার্ক এখনও পর্যন্ত এক ইনিংসে মোট ২৪ বার পাঁচ উইকেট শিকার করেছেন। অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার এখনও পর্যন্ত ৯২ টেস্ট ম্যাচে মোট ৩৭২ উইকেট শিকার করেছেন। পাশাপাশি ১২৭ একদিনের ম্যাচে তিনি মোট ২৪৪ উইকেট শিকার করেন। এছাড়া ৬৫ আন্তর্জাতিক টি-২০ ম্যাচে তিনি ৭৯ উইকেট শিকার করেছেন।
স্টার্কের বর্তমান ফর্মের কথা যদি বলা যায়, তাহলে ভারতের বিরুদ্ধে যথেষ্ট ভাল বোলিংয়ের নজরানা পেশ করেছেন তিনি। পারথে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচে তিনি ৩ উইকেট শিকার করেছিলেন। দ্বিতীয় টেস্টে ৮ উইকেট নিজের ঝুলিতে পুরে নেন। গাব্বায় আয়োজিত তৃতীয় টেস্ট ম্যাচে তিনি তিনজন ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়েছিলেন।