শেষ আপডেট: 7th May 2024 16:16
দ্য ওয়াল ব্যুরো: এটা সেই অনুষ্ঠান যার দিকে দেশের ফ্যাশন ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে সাধারণ মানুষ চেয়ে থাকে চোখ ধাঁধানো ড্রেস ও নিত্যনতুন সাজের চমক দেখার জন্য। সম্প্রতি অনুষ্ঠিত হল মেট গালা ২০২৪, ইভেন্ট অফ দ্য ইয়ার। যেখানে হলিউড, বলিউড এবং গোটা ফ্যাশন জগতের নামীদামি মানুষেরা উপস্থিত থাকেন। এই বছরের মেট গালার থিম ছিল "স্লিপিং বিউটিস: রিঅ্যাওয়েকনিং ফ্যাশন"। ড্রেস কোড ছিল "দ্য গার্ডেন অফ টাইম"।
চলুন দেখেনি কারা কেমন সেজেছিল এই বছরের মেট গালাতে।
আলিয়া ভাট - বলিউডে এক নামে যে অভিনেত্রীকে সবাই চেনে, যিনি নিজের অভিনয় দক্ষতা, ভাল ব্যবহার আর মিষ্টি হাসি দিয়ে সবার মন জয় করে নিয়েছেন তিনি আর কেউ নন আলিয়া ভাট। এবারের মেট গালাতে তাঁর লুক দেখে বিস্মিত সকলেই। এত সুন্দর দেখাচ্ছিল তাঁকে ঠিক যেন বাগান থেকে উঠে আসা কোনও পরি।
আলিয়াকে দেখা গেছে সব্যসাচীর ডিজাইন করা সুন্দর হালকা পেস্তা রঙের একটি ফ্লোরাল শাড়িতে। শাড়ির মধ্যে আঁচলে এবং বডিতে রয়েছে সিকোয়েন্সের কাজ সঙ্গে ছোট ছোট গোলাপি, সবুজ ফুলের ডিজাইনের কারুকার্য। এই নিয়ে দ্বিতীয়বার মেট গালাতে উপস্থিত থাকলেন আলিয়া।
ইশা আম্বানি - আম্বানি পরিবারের মেয়ে ইশা আম্বানির এবারের মেট গালা লুক দেখলে অবাক হবেন আপনিও। ভারতীয় ডিজাইনার রাহুল মিশ্রর ডিজাইন করা একটি অপূর্ব সুন্দর শাড়ি গাউন পড়েছিলেন তিনি। এই শাড়ি গাউনের সবথেকে ইউনিক বৈশিষ্ট্য ছিল লম্বা ফ্লোরাল ট্রেল যা অবশ্যই এবারের ড্রেস কোডের সঙ্গে ম্যাচ করে করা।
ইশা আম্বানির পুরো ড্রেসটিই ভারতের বিভিন্ন প্রান্তের গ্রামের শিল্পী ও তাঁতিদের হাতে বোনা। শাড়ি গাউনের মধ্যে থাকা এক একটা ফুল সম্পূর্ণ হ্যান্ড এমব্রয়ডারি করে বানানো।
মোনা পাটেল - বাটারফ্লাই থেকে অনুপ্রাণিত হয়ে লো রোচের স্টাইলিং করা একটি ক্রিম এবং গোল্ডেন রঙের ড্রেস পরেন মোনা পাটেল। যখন তিনি হেঁটে যাচ্ছিলেন গ্রিন কার্পেটের উপর দিয়ে ড্রেসে থাকা প্রজাপতিগুলো যেন মনে হচ্ছিল ডানা মেলছে।
হ্যাঁ, ড্রেসটাই এমনভাবে তৈরি করা যাতে দর্শকদের চোখে একটা ইলিউশন তৈরি হয় প্রজাপতি ওড়ার।
মিন্ডি কালিং - কৌতুক অভিনেত্রী মিন্ডি কালিংকে এবারের মেট গালা ২০২৪-এ দেখা গেছে চমৎকার একটি শ্যাম্পেন রঙের আর্কিটেকচারাল গাউনে। এই গাউনটি ডিজাইন করেছেন ডিজাইনার গৌরব গুপ্তা। কালিং-এর জন্ম ১৯৭৯ সালে ২৪ জুন।
মিন্ডি যে আউটফিটটি এই বছর মেট গালাতে পরে সবার নজর কেড়েছেন ঠিক একইরকম আউটফিট একটু অন্য রঙে গৌরব গুপ্তা ডিজাইন করেছিল ঐশ্বর্য রাইয়ের জন্য। তিনি সেই আউটফিটটি পড়েছিলেন ২০২২ সালের কান ফিল্ম ফেস্টভ্যালে।
নাতাশা পুনাওয়ালা - এবারের মেট গালাতে নাতাশা পুনাওয়ালাকে দেখা গেছে কাস্টমমেড মেইসন মারগিয়েলাস আর্টিসানাল কালেকশনের ড্রেসে। ডিজাইনার জন গালিয়ানোর বানানো সাদা রঙের স্ট্র্যাপলেস বডিকর্ন ড্রেসে নাতাশা পুনাওয়ালাকে দেখাচ্ছিল হলিউডের কোনও মডেলের মতো।
পুরো সাদা ড্রেসের উপরে কালো রিপড শিফন দিয়ে কাজ করা সঙ্গে মাথায় সাদা রাজকীয় টুপি।