শেষ আপডেট: 2nd December 2024 19:15
দ্য ওয়াল ব্যুরো: বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ২ ম্যাচের টেস্ট সিরিজের পর টাইগারবাহিনীকে ওয়ানডে সিরিজ খেলতে হবে। এই সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট দলে নয়া অধিনায়কের নাম ঘোষণা করা হল।
ওয়ানডে সিরিজে বাংলাদেশ ক্রিকেট দলের নিয়মিত অধিনায়ক নাজমূল হোসেন শান্ত খেলতে পারবেন না। তাঁর অনুপস্থিতিতে মেহদি হাসান মিরাজের হাতে অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে।
আগামী ওয়ানডে সিরিজে খেলবেন না মুশফিকুর রহিম এবং নাজমূল হোসেন শান্ত। এই দুই ক্রিকেটারই চোটে আক্রান্ত হয়েছিলেন এবং এখনও সম্পূর্ণ সুস্থ হতে পারেননি। অন্যদিকে, ফুটবল খেলতে নেমে চোট পেয়েছেন তৌহিদ হৃদয়ও।
এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নতুন অধিনায়কের নাম ঘোষণা করতেই হয়েছে। নাজমূল হোসেন শান্তর অনুপস্থিতিতে এই প্রথমবার একদিনের ক্রিকেটে মেহদি হাসান মিরাজ বাংলাদেশ ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন। প্রসঙ্গত, শান্ত আপাতত কোমরের চোটে কাহিল।
এর পাশাপাশি আবার বাংলাদেশ ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস, পারভেজ হুসেন এবং হাসান মেহমুদ ওয়ানডে স্কোয়াডে কামব্যাক করেছেন। বহুদিন পর তাঁদের আবারও ওয়ানডে ফরম্য়াটে দেখতে পাওয়া যাবে।
পাশাপাশি এই সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে মুশফিকুর রহিমের নামও। আগামী কয়েকদিনের মধ্যেই তিনি বাবা হতে চলেছেন। সেকারণে আপাতত ছুটিতে রয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ এখনও পর্যন্ত নজরকাড়া পারফরম্য়ান্স করতে পারেনি। প্রথম টেস্ট ম্য়াচেই পরাস্ত হয়েছে টাইগারবাহিনী। প্রথম টেস্ট ম্য়াচে ওয়েস্ট ইন্ডিজ ২০১ রানের বড় ব্যবধানে জয়লাভ করেছে। সিরিজের দ্বিতীয় টেস্ট ম্য়াচ গত ৩০ নভেম্বর থেকে শুরু হয়েছে।