শেষ আপডেট: 29th September 2024 22:42
দ্য ওয়াল ব্যুরো: মুখ দেখা যায় বিজ্ঞাপনে! কিন্তু সেই দেখানোরও তো ফিজ্ আছে। সাম্মানিক বা পারিশ্রমিক। কেউ পঞ্চাশ হাজার নেন তো কেউ পাঁচ লাখ বা পঞ্চাশ লাখ। তা বলে পঞ্চাশ সেকেন্ডের জন্য ৫ কোটি! এ মেয়ে তো মেয়ে নয়, দেবতা নিশ্চয়!
বলিউডের প্রথম সারির নায়িকা বলতেই প্রথমে আলিয়া, দীপিকা, ঐশ্বর্য, ক্যাটরিনার কথা মাথায় আসে। কিন্তু এদের থেকে বেশি পারিশ্রমিকে কাজ করেন অন্য এক অভিনেত্রী। তিনিও বর্তমানে প্রথম সারির নায়িকা হিসেবেই পরিচিত। ঝুলিতে রাশি-রাশি সুপারডুপার হিট ছবি।
এই অভিনেত্রীর নিজস্ব প্লেনও রয়েছে। কথা হচ্ছে ভারতের সবচেয়ে দামি অভিনেত্রী নয়নতারার। দেশের ধনীতম নায়িকা হিসেবে তালিকার প্রথমে আসে তাঁর নাম। তিনি চেন্নাই সুপার ক্যইন। বা ক্যুইন অফ সাউথ।
এখনও পর্যন্ত ৭৫-এর বেশি ছবিতে অভিনয় করেছেন নয়নতারা। তার মধ্যে প্রচুর ছবি বক্স অফিস কাঁপিয়েছে। নয়নতারা ছবি প্রতি ১০ কোটি টাকা নেন। তবে ভারতীয় অভিনেত্রীদের মধ্যে হাতে গোনা কয়েকজন-ই আছেন, যাঁরা নয়নতারার সমান বা তাঁর থেকে বেশি পারিশ্রমিক পান।
দক্ষিণী সিনেমায় নয়নতারার পারিশ্রমিকই সবচেয়ে বেশি। 'টাটা স্কাই'-এর একটি ৫০ সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য নয়নতারা নিয়েছেন ৫ কোটি টাকা। নয়নতারা শুধুই অভিনেতা নন, একজন সফল প্রযোজক ও উদ্যোগপতি।
তাঁকে ‘জওয়ান’-এ শাহরুখ খানের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছে। আর সেখান থেকেই নয়নতারার বলিউডে হাতেখড়ি। ছবিটি বক্স অফিসে বিরাট সাফল্য পেয়েছিল।