শেষ আপডেট: 12th November 2024 19:26
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রীড়াজগতে নয়া সেনসেশন হলেন মনু ভাকর। ২০২৪ প্যারিস অলিম্পিক্সে তিনি জোড়া ব্রোঞ্জ পদক জয় করেছেন। তাঁর পারফরম্য়ান্স নিয়ে ইতিমধ্যেই প্রশংসার বন্যা বইতে শুরু করেছে।
মনু প্রথম ভারতীয় অ্যাথলিট যিনি অলিম্পিক্স টুর্নামেন্টের এক আসর থেকে একাধিক পদক জয় করেছেন। অনেকের মনেই এমন প্রশ্ন জাগতে শুরু করেছে, যে বন্দুককে হাতিয়ার করে মনু পদক জয় করেছেন, তার দাম কত? আসুন, এই ব্যাপারে আলোচনা করা যাক।
প্যারিস অলিম্পিক্সে যে পিস্তলকে সঙ্গী করে মনু পদক জয় করলেন, বাজারে তার দাম নিয়ে ইতিমধ্যে একাধিক জল্পনা শুরু হয়েছে। অনেকেই দাবি করেছেন এই বন্দুকের দাম নাকি কোটি-কোটি টাকা। তবে মনু নিজেই যাবতীয় জল্পনার অবসান করেছেন।
ভারতের এই মহিলা শ্যুটার বলেন, 'কোটি টাকা? একেবারেই নয়। আপনি ১.৫ থেকে ১.৮৫ লাখ খরচ করলেই, এমন বন্দুক অনায়াসে কেনা যেতে পারে। তবে কোন মডেল আপনি কিনবেন তার উপরেও অনেককিছু নির্ভর করে।'
সঙ্গে তিনি আরও যোগ করেন, 'তবে আপনি সেকেন্ড হ্যান্ড পিস্তল কিনেও যদি সাফল্য অর্জন করতে পারেন, তাহলে অধিকাংশ বন্দুক প্রস্তুতকারক সংস্থা আপনাকে বিনামূল্যেই দেবে।'
প্রসঙ্গত, ২০২৪ প্যারিস অলিম্পিক্সে মনু ভাকর মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেন। পাশাপাশি মিক্সড টিম ইভেন্টেও সরবজ্যোৎ সিংয়ের সঙ্গে তিনি তৃতীয় স্থান অর্জন করেছেন।
সম্প্রতি কলকাতায় এসেছিলেন মনু ভাকর। সেখানেও তিনি পদকটা নিয়ে এসেছিলেন। গোটা দেশ আপাতত প্রশংসার বন্যায় ভাসতে শুরু করেছে।