শেষ আপডেট: 6th October 2024 11:14
দ্য ওয়াল ব্যুরো: বর্ষা প্রায় শেষের পথে। এই সময় ডেঙ্গির প্রভাব বাড়ে দেশের প্রায় সর্বত্র। ডেঙ্গি হল সেরে গেল, সুস্থ হয়ে গেলেন এমন কিন্তু মোটেও না। এই রোগ হলে শরীরে একাধিক দীর্ঘস্থায়ী সমস্যা তৈরি হয়। ডেঙ্গি সারলেও নিয়মিত পরীক্ষা ও সেসব সমস্যার চেক আপ প্রয়োজন।
চিকিৎসকদের মতে, ডেঙ্গির রেশ কিছুদিন থাকলেও শরীরে এর হাত ধরে আসা বেশ কিছু সমস্যা বহুদিন থেকে যায়।
শরীর ক্লান্ত থাকা
ডেঙ্গি সেরে গেলেও ক্লান্তি বহুদিন থাকে। প্রতিদিনের কাজে তার প্রভাব পড়ে।
পেশিতে ব্যথা
যদি আগে থেকে পেশিতে বা জয়েন্টে কোনও ব্যথা থাকে তাহলে সে ব্যথা বাড়তে পারে। নতুন করে গাঁটে গাঁটে ব্যথা, পেশিতে ব্যথা হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
নিওরোলজিক্যাল সমস্যা
খুব কম হলেও ডেঙ্গি নার্ভাস সিস্টেমে প্রভাব ফেলে। যার ফলে এনসেফালাইটিসের মতো রোগ হতে পারে।
কার্ডিয়্যাক সমস্যা
ডেঙ্গির ফলে হার্টের সমস্যা হতে পারে। অ্যারিথমায়াস বা মায়োকার্ডিটিস এর সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে।
মানসিক স্বাস্থ্যে প্রভাব
ডেঙ্গির ফলে বেশিরভাগ মানুষজনেরই শরীর অত্যন্ত খারাপ হয়। ডিপ্রেশন, অ্যাংজাইটি তৈরি হয়। যার প্রভাব থাকে বহুদিন।
এর মধ্যে যেকোনও সমস্যা হলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।