শেষ আপডেট: 6th February 2025 19:12
দ্য ওয়াল ব্যুরো: সিনেমার সঙ্গে প্রেম ওতপ্রোত ভাবে জড়িত। প্রেমবিহীন জীবন পাওয়া গেলেও প্রেম ছাড়া সিনেমার সংখ্যা হাতেগোনা। প্রেমের মাসে, প্রেমের সপ্তাহে ও প্রেমের জন্য উৎসর্গ করা দিনগুলিতে সঙ্গীর সঙ্গে আলাদা ভাবে কাটাতে চাইলে সিনেমা হতে পারে আপনার বেস্ট অপশন। যদি আপনি ওল্ড স্কুল প্রেমে বিশ্বাসী হন তাহলে এই বাংলা ক্লাসিকগুলিকে সাক্ষী রেখে ভালবাসা দিবস উদযাপন করুন এবছর।
কোন কোন বাংলা ক্লাসিক দেখবেন? রইল খোঁজ...
সপ্তপদী
অজয় কর পরিচালিত ‘সপ্তপদী’ ধ্রুপদী প্রেমের সিনেমা। নাস্তিক হিন্দু কৃষেন্দুর (উত্তম কুমার) সঙ্গে ক্রিস্টান মেয়ে রিনা ব্রাউনের (সুচিত্রা সেন) সম্পর্ক তারাশঙ্করের উপন্যাসের পাতা ডিঙিয়ে সেলুলয়েডের পর্দায় ফুটে ওঠে। প্রথমে বিতৃষ্ণা। তারপর কৃষ্ণেন্দুর মুখে ওথেলো আবৃত্তি শুনে, তাঁর অভিনয় দেখে সম্পর্কের শৈত্য ঘুচে যায়। কাছাকাছি আসেন রিনা-কৃষ্ণেন্দু। কিন্তু বিয়ের সিদ্ধান্ত নেওয়ার সময় দেখা দেয় বিপত্তি। রিনার বাবা শর্ত জুড়ে দেন, কৃষ্ণেন্দুকে ধর্ম পরিবর্তন করতে হবে, হতে হবে ক্রিস্টান। রিনাকে পাওয়ার জন্য কৃষ্ণেন্দু তাতেই রাজি হয় এবং ধর্মান্তরিত হন। এই সিনেমা আজও সমানভাবে মানুষের কাছে জনপ্রিয়। সঙ্গীকে নিয়ে দেখতে পারেন আপনিও।
ভালবাসা ভালবাসা
তাপস পাল-দেবশ্রী রায় অভিনীত এই সিনেমা ক্লাসিকই বটে। তরুণ মজুমদারের অসাধারণ পরিচালনায় ১৯৮৫ সালে এই সিনেমা দর্শকের মনে দাগ কাটে। প্রেম উদযাপনের দিনে এই সিনেমা সঙ্গী হতে আপনার।
ফুলেশ্বরী
তরুণ মজুমদার পরিচালিত অন্যতম দুরন্ত প্রেমের সিনেমা এটি। সন্ধ্যা রায় ও সমিত ভঞ্জের অভিনয় অনেক সময়ই মনে হবে সিনেমা নয়, বাস্তবেই একটা মিষ্টি প্রেম দেখছেন আপনি। ফুলেশ্বরীতে উপরি পাওনা হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায় ও আরতি মুখোপাধ্যায়দের গান। এই সিনেমা বাড়িতে বসে দেখতেই পারেন দু'জনে।
দাদার কীর্তি
আবারও তরুণ মজুমদার। এবার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অপ্রকাশিত উপান্যাস অবলম্বনে। তাপস পালের অভিনয় মন ছুঁয়ে গেছিল সকলের। সরস্বতী পুজো, প্রেমের সময়ের সঙ্গে এই ছবির দারুণ যোগ।
দেয়া নেয়া
বাংলা সিনেমায় প্রেম মানেই একটা প্রজন্মের কাছে শুধু উত্তম কুমার। মহানায়ক ছাড়া প্রেমের ছবিতে কাউকে ভাবা যেন না কার্যত। অনেকেই মনে মনে উত্তম কুমারকে ভালবাসতেন। এই ছবি উত্তর কুমার অভিনীত অন্যতম ক্লাসিক বাংলা প্রেমের ছবি। সঙ্গী যদি মিষ্টি প্রেমের গল্প দেখতে চান, তাহলে এই ছবি একসঙ্গে দেখতেই পারেন।
আনন্দ আশ্রম
মিষ্টি প্রেম, বিরহ ও সম্পর্কের পরিণতি, আনন্দ আশ্রমজুড়ে দেখা মিলবে। এই সিনেমা শুধুমাত্র প্রেমের নয়, সম্পর্কের টানাপোড়েনেরও। বিকেলে মুচমুচে স্ন্যাক্স সহযোগে এই সিনেমা উপভোগ করতে পারেন আপনারাও।