শেষ আপডেট: 21st May 2023 14:11
দ্য ওয়াল ব্যুরো: ক্যান্সারকে বাজিমাত করে পাঞ্জাব পুলিশের কেনাইন দলে আবার যোগ দিল ল্যাব্রাডর (Labrador) সিমি (Labrador fights off cancer and returned to work)। ফরিদকোটের পুলিশ আধিকারিক, হারজিৎ সিং জানান, অনেক সময় ধরেই সিমি লড়াই করছিল এই মারণ রোগের (cancer) সঙ্গে। সিমির কাজ হল দোষীকে খুঁজে পেতে তাঁর মালিককে সাহায্য করা। এমনকি পুলিশ আধিকারিকদের সিমি যেকোনও অবৈধ এবং নিষিদ্ধ পদার্থ খুঁজে পেতেও সহায়তা করে বলে জানা গেছে। ইতিমধ্যেই অনেকটা সুস্থ হয়ে সিমি ফিরেছে তার কাজে।
চলুন দেখে নি সিমির কিছু দুষ্টু, মিষ্টি মুহূর্তের ছবি।
কাজে ফেরার পর পুলিশ আধিকারিকদের সঙ্গে সাহসি সিমি।
কাজের ফাঁকে একটু জিরিয়ে নিচ্ছে সিমি।
ডিউটিতে যাওয়ার আগে ট্রেনিং-এ পুলিশ আধিকারিকের সঙ্গে ল্যাব্রাডর সিমি।
পাঞ্জাব পুলিশের আধিকারিক হারজিৎ সিং-এর সঙ্গে মাঠে সিমি।
ফোর্সে থাকা তিনটি কুকুরের মধ্যে সিমি একজন। সিমিকে আলাদাভাবে ট্রেনিং দেওয়া হয়েছে যে কোনও কঠিন পরিস্থিতিতে আসামীদের ধরার জন্য।
পাঞ্জাবে, পুলিশের সঙ্গে থাকা কুকুরদের তিন ধরণের প্রশিক্ষণ দেওয়া হয়, যথা ট্র্যাকিং, মাদকদ্রব্য সনাক্তকরণ এবং বিস্ফোরক সনাক্তকরণ। সিমিও এই তিনদিকেই প্রশিক্ষন প্রাপ্ত।
মাদক ও বিস্ফোরক শনাক্ত করার জন্য তাদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রশিক্ষণটি হয় ফিল্লাউর একাডেমিতে।
মারণ রোগের সঙ্গে লড়াই সেরে সিমি আবার পুরনোভাবে মাঠে নেমে কাজ করছে।
স্কোয়াডে নিযুক্ত কুকুররা অল্প বয়স থেকেই তাদের হ্যান্ডেলারের সঙ্গে প্রশিক্ষণ নেওয়া শুরু করে। এই কুকুরগুলি তাদের হ্যান্ডলারদের দেওয়া নির্দেশাবলী অনুসারে কাজ করে।
টহলের সময় তাদের একটি নিবেদিত যানবাহনে পরিবহন করানো হয়। তেমনই এক গাড়িতে বসে সিমি।