শেষ আপডেট: 3rd September 2024 17:40
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়া খুললেই লোকজনের ঘুরতে যাওয়ার ছবি, তার উপর বৃষ্টি, আবার হাতে নেই তেমন সময়ও। কোথায় ঘুরতে যাবেন ভাবছেন? আপনার বাড়ির কাছেই রয়েছে পাহাড়, মিলবে ঝর্নাও। টুক করে টিকিট কাটুন আর হাওড়া থেকে উঠে পড়ুন বারবিলের ট্রেনে। ২ রাত ৩ দিনের জন্য আপনার সঙ্গী হোক কেওনঝড়ের ঝর্না, পাহাড়, জঙ্গল আর সবুজে ঘেরা রাস্তা। খরচাও সাধ্যের মধ্যেই।
পাহাড়, ঝর্না, জঙ্গল একসঙ্গে দেখতে গেলে যাওয়া যেতে পারে ওড়িশার কেওনঝড়। পড়শি রাজ্য, তাই যাতায়াতের সময় খুব বেশি লাগবে না। হাওড়া-বারবিল জনশতাব্দীতে করে বারবিলে নামতে হবে। সেখান থেকে গাড়ি নিয়ে কেওনঝড়। গাড়ি আগে থেকে বুক করে রাখাই ভালো। ওটিডিসি পান্থনিবাস মিলবে এখানে।
গাড়িতে যেতে যেতে দেখে নেওয়া যাবে বড়ঘাগড়া জলপ্রপাত, বড়ঘাগড়া ড্যাম, সানাঘাগড়া। ওটিডিসি পান্থনিবাসে থাকলে ঘরে বা বারান্দায় বসেই ঝিঁঝিঁ পোকার ডাকের সঙ্গে উপভোগ করা যাবে সানাঘাগড়া জনপ্রপাতের আওয়াজ। এটিকে ঘিরে একটা পার্কও রয়েছে।
সকাল হলে বৃষ্টির জল গায়ে মেখে ঘুরে দেখা যেতে পারে সবুজ ঘন জঙ্গল। খণ্ডধারা জনপ্রপাত। এখানে বেশ কয়েকটা সিঁড়ি ভেঙে পৌঁছাতে হবে মূল ভিউ পয়েন্টে। গোনাসিকা ও গুপ্তগঙ্গা হতে পারে পরবর্তী গন্তব্য। পাথর থেকে গরুর নাকের আকারে জলধারা বেরিয়ে আসতে দেখা যাবে এখানে।
পরেরদিনের জন্য লিস্টে রাখা যেতে পারে লব-কুশ পাহাড়, সীতাবিঞ্জি, গুণ্ডিচাঘাগি জলপ্রপাত। সঙ্গে ভীমকুণ্ড। স্থানীয়দের মতে ভীমের গদার আঘাতে এই কুণ্ড তৈরি হয়েছিল।
কেওনঝড়ের রাস্তা, আকাশ, পাখিদের ডাক মনেরও শান্তি। কলকাতা থেকে কেওনঝড় ট্রিপের খরচ হতে পারে জনপ্রতি প্রায় ৮-৯ হাজার। ট্রেনের ভাড়া অতিরিক্ত। তাহলে বেশি না ভেবে, উইকএন্ডে ঘুরে আসুন এই সবুজে ঘেরা এই জায়গা থেকে।