শেষ আপডেট: 13th September 2024 17:41
দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজের প্রথম ম্যাচটা চেন্নাইয়ে আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট দল অনুশীলন শুরু করে দিয়েছে।
ভারতীয় স্কোয়াডে তরুণ প্রতিভা ছাড়াও বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারদের রাখা হয়েছে। এই সিরিজে ভারতীয় ক্রিকেট স্কোয়াডে রাখা হয়েছে জসপ্রীত বুমরাহকে। চেন্নাইয়ে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচে বুমরাহ একটি মহারেকর্ড গড়তে পারেন।
২০২৪ টি-২০ বিশ্বকাপের পর এই প্রথমবার জসপ্রীত বুমরাহ ভারতীয় ক্রিকেট দলে কামব্যাক করছেন। জিম্বাবোয়ে এবং শ্রীলঙ্কা সফরে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার জন্য ভারতের এই পেস তারকা একেবারে প্রস্তুত।
চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ইতিহাস গড়তে পারেন জসপ্রীত বুমরাহ। ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে তিনটে ফরম্য়াট মিলিয়ে ৪০০ উইকেট শিকার করার জন্য বুমরাহকে আর তিনটে উইকেট আউট করতে হবে।
এখনও পর্যন্ত ভারতের মোট ৯ ক্রিকেটার এহেন কৃতিত্ব অর্জন করেছেন। দশম বোলার হিসেবে বুমরাহের ঝুলিতে এই রেকর্ড আসতে পারে।
বুমরাহ এখনও পর্যন্ত ৩৬ টেস্ট ম্যাচে ১৫৯ উইকেট শিকার করেন। অন্যদিকে ৮৯ ওয়ানডে ম্যাচে ১৪৯ উইকেট তুলে নিয়েছেন। পাশাপাশি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তিনি ৮৯ জন ব্যাটারকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়েছেন।