শেষ আপডেট: 16th November 2024 18:26
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার কিংবদন্তি বক্সার মাইক টাইসনকে মাত্র ২৯ বছর বয়সি জ্যাক পল হারিয়ে দিয়েছেন। ১৬ নভেম্বর এই ম্যাচের আয়োজন করা হয়েছিল।
ইতিমধ্যে অনেকে প্রশ্ন করতে শুরু করেছেন, টাইসনকে কুপোকাত করে কত টাকা পাবেন পল? আসুন, দেখে নেওয়া যাক।
এই ম্য়াচটি ৮ রাউন্ড পর্যন্ত দীর্ঘায়িত হয়। কিন্তু, শেষপর্যন্ত ৫৮ বছর বয়সি টাইসনকে নতিস্বীকার করতে হয়। ম্যাচের শুরুটা বেশ আক্রমণাত্মক মেজাজেই করেছিলেন টাইসন।
কিন্তু, জ্যাক ধৈর্য্য ধরে প্রতিটা আক্রমণ ডিফেন্ড করেন। কে এই জ্যাক পল? কীই বা তাঁর পরিচয়? সেটা আগে জেনে নেওয়া দরকার।
১৯৯৭ সালের ১৭ জানুয়ারি জ্যাক পল জন্মগ্রহণ করেন। প্রথমে তিনি ইউটিউবার হিসেবে কাজ করেন। ২০১৩ সাল থেকে ইউটিউবে তিনি কেরিয়ার শুরু করেন।
২০১৪ সালে তিনি নিজের ইউটিউব চ্যানেল লঞ্চ করেন। ২০১৭, ২০১৮, ২০২১ এবং ২০২৩ সালে তিনি সর্বাধিক উপার্জনকারী মার্কিন ইউটিউবারের তকমাও পেয়েছেন।
এবার আসল কথায় আসা যাক। একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এই লড়াইয়ে জয়লাভ করে জ্যাক ৩৩৭ কোটি টাকা পাবেন। অন্যদিকে, টাইসন হেরে গেলেও তাঁকে ১৬৮ কোটি টাকা দেওয়া হবে।