শেষ আপডেট: 14th January 2025 19:49
দ্য ওয়াল ব্যুরো : ২০২৫ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ঢাকে ইতিমধ্যে কাঠি পড়ে গিয়েছে। আগামী ২১ মার্চ থেকে শুরু হয়ে যাবে এই টুর্নামেন্ট। ইতিমধ্যে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১০ ফ্র্যাঞ্চাইজি নিজেদের কোমর বাঁধতে শুরু করেছে।
গত বছর নভেম্বর মাসে এই টুর্নামেন্টের মেগা নিলাম আয়োজন করা হয়েছিল। সেইসময় অধিকাংশ ক্রিকেটারই নিজেদের দল-বদল করেছে। এই পরিস্থিতিতে কোন দল আসন্ন মরশুমে চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার, তা নিয়ে ইতিমধ্যে উঠছে একাধিক প্রশ্ন। আসুন এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক।
মুম্বই ইন্ডিয়ান্স
গত মরশুমে মুম্বই ইন্ডিয়ান্স যথেষ্ট খারাপ পারফরম্যান্স করেছিল। কিন্তু, এবার তারা যেভাবে দলগঠন করেছে, তা দেখে অনেকেই মনে করছে যে তারা ট্রফি জয়ের প্রবল দাবিদার।
মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াড
জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, তিলক বর্মা, ট্রেন্ট বোল্ট, নমন ধীর, রবিন মিনজ, করণ শর্মা, দীপক চাহার, রায়ান রিকলটন, আল্লাহ গজনফার, উইল জ্যাকস, অশ্বিনী কুমার, মিচেল স্যান্টনার, রিস টপলি, কেএল শ্রীজিত, রাজ অঙ্গদ বাওয়া, বেভন জেকবস, ভেঙ্কট পেনমেতসা, অর্জুন তেন্ডুলকর, লিজাড উইলিয়ামস, ভিগনেস পুথুর।
গুজরাট টাইটান্স
গুজরাট টাইটান্সের পারফরম্যান্স গ্রাফে যথেষ্ট চড়াই-উতরাই দেখতে পাওয়া গিয়েছে। অভিষেক মরশুমেই তারা খেতাব জয় করেছিল। কিন্তু, এরপর থেকে তারা আর কোনও খেতাব জিততে পারেনি। তবে এবার যদি তারা যথেষ্ট শক্তিশালী দলগঠন করেছে। সেক্ষেত্রে আশা করা যেতেই পারে, এই ফ্র্যাঞ্চাইজি এবার চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দাবিদার।
গুজরাট টাইটান্স স্কোয়াড
শুভমান গিল, জস বাটলার, সাই সুদর্শন, গ্লেন ফিলিপ্স, কুমার কুশাগ্র, অনুজ রাওয়াত, রশিদ খান, রাহুল তেওয়াটিয়া, শাহরুখ খান, নিশান্ত সিন্ধু, সাই কিশোর, জেরাল্ড কোয়েৎজি, জয়ন্ত যাদব, আরশাদ খান, করিম জানাত, রাদারফোর্ড, মহিপাল লোমরোর, ওয়াশিংটন সুন্দর, মানব সুথার, গুরনুর বরার, ইশান্ত, রাবাডা, প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ।
পঞ্জাব কিংস
এখনও পর্যন্ত পঞ্জাব কিংস একবারও আইপিএল খেতাব জয় করতে পারেনি। তবে এবারের নিলাম অনুষ্ঠানে তাদের হাতে সবথেকে বেশি টাকা ছিল। সেই হিসেবে পঞ্জাব নিজেদের ব্রিগেড যথেষ্ট শক্তিশালী গঠন করেছে।
পঞ্জাব কিংস স্কোয়াড
শ্রেয়স আইয়ার, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোয়েনিস, আর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, লকি ফার্গুসন, নেহাল বঢেরা, হরনুর সিং, মুশীর খান, অবিনাশ, প্রভসিমরন সিং, বিষ্ণু বিনোদ, জস ইংলিশ, শশাঙ্ক সিং, সুর্যাংশ শোজ, হরপ্রীত, মার্কো জেনসেন, হার্ডি উমরজাই, প্রিয়াংশ আর্য, প্রবীণ দুবে, যশ ঠাকুর, বৈশাখ, কুলদীপ সেন, ওয়ার্টলেট।