শেষ আপডেট: 30th October 2024 18:43
দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম মরশুম যথেষ্ট রোমাঞ্চকর হতে চলেছে। মেগা অকশনের পর বেশ কয়েকটি দলে বড়সড় রদ-বদল দেখা যেতে পারে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিকে রিটেনশন লিস্ট জমা দিতে হবে। এখনও পর্যন্ত কোনও ফ্র্যাঞ্চাইজি এই তালিকা জমা দেয়নি। প্রসঙ্গত, প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি সর্বাধিক ৬ ক্রিকেটারকে রিটেন করতে পারবে। আসুন দেখে নেওয়া যাক, কোন ফ্র্যাঞ্চাইজি কোন ক্রিকেটারকে রিটেন করতে পারে, তার একটি সম্ভাব্য তালিকা।
চেন্নাই সুপার কিংস
রবীন্দ্র জাদেজা
ঋতুরাজ গায়কোয়াড়
ডেভন কনওয়ে
মহেন্দ্র সিং ধোনি (আনক্যাপড)
সমীর রিজভি (আনক্যাপড)
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
বিরাট কোহলি
মহম্মদ সিরাজ
যশ দয়াল
গ্লেন ম্য়াক্সওয়েল
মুম্বই ইন্ডিয়ান্স
রোহিত শর্মা
হার্দিক পান্ডিয়া
জসপ্রীত বুমরাহ
সূর্যকুমার যাদব
তিলক বর্মা
গুজরাট টাইটান্স
শুভমান গিল
রশিদ খান
সাই সুদর্শন
মোহিত শর্মা (আনক্যাপড)
দিল্লি ক্যাপিটালস
ঋষভ পন্থ
অক্ষর প্যাটেল
কুলদীপ যাদব
জ্যার ফ্রেজার ম্যাকগার্ক
পঞ্জাব কিংস
শশাঙ্ক সিং
স্যাম কারেন
আশুতোষ শর্মা
আর্শদীপ সিং
লখনউ সুপার জায়ান্টস
নিকোলাস পুরান
মায়াঙ্ক যাদব
রবি বিষ্ণোই
আয়ুষ বাদোনি (আনক্যাপড)
সানরাইজার্স হায়দ্রাবাদ
হেনরিক ক্লাসেন
অভিষেক শর্মা
প্যাট কামিন্স
ট্র্যাভিস হেড
রাজস্থান রয়্যালস (RR)
সঞ্জু স্যামসন
জস বাটলার
যশস্বী জয়সওয়াল
সন্দীপ শর্মা (আনক্যাপড)
কলকাতা নাইট রাইডার্স
সুনীল নারিন
রহমানুল্লাহ গুরবাজ
রিঙ্কু সিং
হর্ষিত রানা