শেষ আপডেট: 16th November 2024 15:58
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ আইপিএল মেগা অকশনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আগামী ২৪ এবং ২৫ নভেম্বর এই অনুষ্ঠান আয়োজন করা হবে। ইতিমধ্যে ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বিসিসিআই।
এই অনুষ্ঠানে ৫৭৪ ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত হতে চলেছে। এই তালিকায় সবথেকে বেশি বয়সি ক্রিকেটার হলেন ইংল্যান্ডের পেস বোলার জেমস অ্যান্ডারসন। আর সবথেকে কনিষ্ঠ ক্রিকেটার হলেন ভারতের বৈভব সূর্যবংশী। আইপিএল নিলামে ক্রিকেটারদের তালিকায় বৈভব সূর্যবংশী ৪৯১ নম্বরে রয়েছেন। বৈভবকে আনক্যাপড ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে।
চলতি বছর জানুয়ারি মাসে বিহারের হয়ে রনজি ডেবিউ করেন বৈভব। ইতিমধ্যে তিনি বেশ নজরকাড়া পারফরম্যান্স করেছেন। এরপর ভারতীয় এ দলের হয়ে তিনি অস্ট্রেলিয়া সফরেও যান। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে তিনি দুরন্ত একটি শতরান করেন।
মাত্র ৫৮ বলে বৈভবের ব্যাট থেকে ঝকঝকে শতরান বেরিয়ে আসে। তাঁর এই ইনিংসে ১৪ চার এবং ৪ ছক্কা রয়েছে। এখনও পর্যন্ত বৈভব মোট পাঁচটি ফার্স্ট ক্লাস ক্রিকেট ম্য়াচ খেলেছেন। ১০ ইনিংসে তিনি ১০০ রান করেন।
এবার আইপিএল টুর্নামেন্টেও তিনি নজর কাড়তে চান। ইতিমধ্যে যে প্রতিভা তিনি দেখিয়েছেন, তাতে আশা করা যেতেই পারে ১০ ফ্র্যাঞ্চাইজিই তাঁর উপরে নজর রাখবে।
বৈভব সূর্যবংশী মাত্র ১২ বছর ২৮৪ দিনে প্রথম ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছিলেন। এর পাশাপাশি রণধীর বর্মা অনূর্ধ্ব-১৯ ওয়ানডে টুর্নামেন্টে বৈভব ট্রিপল সেঞ্চুরি করেন।
২০২৫ আইপিএল মেগা অকশনে ৩১৮ আনক্যাপড ভারতীয় ক্রিকেটার রয়েছেন। আর ১২ জন আনক্যাপড বিদেশি ক্রিকেটার। আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর মোট ২০৪ আসন ফাঁকা রয়েছে। এরমধ্যে ৭০টি আসন রয়েছে বিদেশি ক্রিকেটারদের জন্য। আপাতত মেগা নিলাম শুরুর আগে পঞ্জাব কিংসের হাতে সবথেকে বেশি টাকা রয়েছে।