শেষ আপডেট: 7th November 2024 16:35
দ্য ওয়াল ব্যুরো: মেগা অকশনের কাউন্টডাউন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। কোন দলে কোন ক্রিকেটার যোগ দেবেন, সেইদিকে আপাতত গোটা ক্রিকেট বিশ্বের নজর রয়েছে। আশা করা হচ্ছে, আসন্ন নিলাম অনুষ্ঠানে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের আকাশছোঁয়া দর উঠতে পারে।
এই নিলাম অনুষ্ঠানের আগে অধিকাংশ ফ্র্যাঞ্চাইজিই সর্বাধিক পাঁচজন করে ক্রিকেটার রিটেন করেছে। মাত্র দুটো ফ্র্যাঞ্চাইজি ছ'জন করে ক্রিকেটার রিটেন করতে পেরেছে। এই পরিস্থিতিতে কোন দলের পকেটে কত টাকা রয়েছে, আসুন সেই দিকে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।
পঞ্জাব কিংস - ১১০.৫ কোটি
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু - ৮৩ কোটি
দিল্লি ক্যাপিটালস - ৭৩ কোটি
গুজরাট টাইটান্স - ৬৯ কোটি
লখনউ সুপার জায়ান্টস - ৬৯ কোটি
চেন্নাই সুপার কিংস - ৫৫ কোটি
কলকাতা নাইট রাইডার্স - ৫১ কোটি
মুম্বই ইন্ডিয়ান্স - ৪৫ কোটি
সানরাইজার্স হায়দরাবাদ - ৪৫ কোটি
রাজস্থান রয়্যালস - ৪১ কোটি