শেষ আপডেট: 30th September 2024 20:07
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় তোলপাড়। নারকীয় এই খুন ও ধর্ষণের ঘটনায় প্রতিবাদ-আন্দোলনের আগুনে শুধু বাংলা নয়, জ্বলছে গোটা দেশ। এই মামলায় রাজ্যের জুনিয়র ডাক্তারদের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করছেন বর্ষীয়ান আইনজীবী ইন্দিরা জয়সিং।
প্রশ্ন উঠেছে কে এই প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিং? কোন হঠাৎ তাঁকেই উকিল হিসেবে নিয়োগ করছেন জুনিয়র চিকিৎসকেরা?
দিল্লির নির্ভয়া ধর্ষণ কাণ্ড গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। সেই নির্ভয়ার ধর্ষকদের ক্ষমা করে দেওয়ার পক্ষে সওয়াল করা ইন্দিরা জয় সিংহকে সুপ্রিম কোর্টে নিজেদের আইনজীবী হিসাবে নিয়োগ করলেন জুনিয়র চিকিৎসকরা।
গোড়ায় জুনিয়র ডাক্তারদের পক্ষে সওয়াল করছিলেন আইনজীবী গীতা লুথরা। তাঁর অনুমতি নিয়েই আসরে নামেন ইন্দিরা। তার পরে এমনও প্রশ্ন ওঠে, সত্যি কি জুনিয়র চিকিৎসকরা আরজি করের নির্যাতিতার সুবিচার চান? তাহলে কেন বেছে নিলেন ইন্দিরাকে?
পরপর দু'টি শুনানিতে ইন্দিরার ঝোড়ো ব্যাটিং দেখে অবশ্য সে সব প্রশ্ন হাওয়ায় মিলিয়ে গিয়েছে। ডাক্তারদের সুরক্ষা নিয়ে সুনির্দিষ্ট পয়েন্টে একের পর এক সওয়াল করছেন তিনি। তুলে আনছেন বিভিন্ন অ্যানেক্ডোট।
সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ইন্দিরা জয়সিং মানবাধিকার আইনজীবী হিসেবে সুপরিচিত। ১৯৮৪ সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা থেকে শুরু করে একাধিক মামলায় সওয়াল করেছেন তিনি। গত কয়েক দশকে একাধিক হাই প্রোফাইল মামলাও লড়েছেন তিনি।
২০০৯ সালে ইউপিএ সরকারের আমলে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবে নিযুক্ত হন ইন্দিরা। দেশের প্রথম মহিলা হিসাবে তিনিই প্রথম ওই পদে বসেছিলেন। আইনজীবী হিসাবে নিজের কর্মজীবনে তো বটেই, আদালতের বাইরেও তাঁকে মেয়েদের নানান বিষয়ে সরব হতে দেখা গিয়েছে।
এখানেই শেষ নয়, সুপ্রিম কোর্ট যে বিভিন্ন মামলার শুনানি ইউটিউবে লাইভ স্ট্রিমিং করে, সেটাও এই আইনজীবীর হাত ধরেই শুরু হয়। দীর্ঘদিন ধরে তাঁর এই আবেদন ছিল। অবশেষে সেই আবেদনে সাড়া দিয়ে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ লাইভ স্ট্রিমিং-এর অনুমতি দেন লাইভ স্ট্রিমিংয়ের।