শেষ আপডেট: 10th September 2024 18:20
দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ যে ভারত, তা চোখ বন্ধ করে বলা যেতেই পারে। এই তালিকায় নাম রয়েছে 'এক সে বড়কর এক' মহারথীর। তাঁদের মধ্যে অনেকেই আবার ১০ হাজার রানের চৌকাঠও স্পর্শ করেছেন। এই তালিকায় নাম রয়েছে মোট ১৩ জন ক্রিকেটারের। আসুন, দেখে নেওয়া যাক।
শচীন তেন্ডুলকর (১৯৮৯ - ২০১৩)
৬৬৪ ম্যাচ - ৩৪,৩৫৭ রান
বিরাট কোহলি (২০০৮ - এখনও খেলছেন)
৫৩৩ ম্যাচ - ২৬,৯৪২ রান
রাহুল দ্রাবিড় (১৯৯৬ - ২০১২)
৫০৯ ম্যাচ - ২৪,২০৮ রান
রোহিত শর্মা (২০০৭ - এখনও খেলছেন)
৪৮৩ ম্যাচ - ১৯,২৩৪ রান
সৌরভ গঙ্গোপাধ্যায়
৪২৪ ম্যাচ - ১৮,৫৭৫ রান
মহেন্দ্র সিং ধোনি
৫৩৮ ম্যাচ - ১৭,২৬৬ রান
বীরেন্দ্র সেহওয়াগ (১৯৯৯ - ২০১৩)
৩৭৪ ম্যাচ - ১৭,২৫৩ রান
বীরেন্দ্র সেহওয়াগ (১৯৯৯ - ২০১৩)
৩৭৪ ম্যাচ - ১৭,২৫৩ রান
মহম্মদ আজহারউদ্দিন (১৯৮৪ - ২০০০)
৪৩৩ ম্যাচ - ১৫,৫৯৩ রান
সুনীল গাভাসকার (১৯৭১ - ১৯৮৭)
২৩৩ ম্যাচ - ১৩,২১৪ রান
যুবরাজ সিং (২০০০ - ২০১৭)
৪০২ ম্যাচ - ১১, ৭৭৮ রান
ভিভিএস লক্ষ্মণ (১৯৯৬ - ২০১২)
২২০ ম্যাচ - ১১,১১৯ রান
শিখর ধাওয়ান
২৬৯ ম্যাচ - ১০,৮৬৭ রান
গৌতম গম্ভীর
২৪২ ম্যাচ - ১০,৩২৪ রান