শেষ আপডেট: 10th December 2024 19:25
দ্য ওয়াল ব্যুরো : 'অবশেষে ভাঙল গাব্বার অহংকার, ইতিহাস গড়ল টিম ইন্ডিয়া।' এই কথাগুলো শুনলে আজও ভারতীয় ক্রিকেট সমর্থকরা গর্বিত হয়ে ওঠে। অজিঙ্কা রাহানের নেতৃত্বে টিম ইন্ডিয়া গাব্বার অভেদ্য দুর্গ ভাঙতে পেরেছিল। ৩২ বছর পর প্রথমবার কোনও দল গাব্বায় কোনও দল অস্ট্রেলিয়াকে টেস্ট ক্রিকেটে হারাতে পেরেছিল।
ক্যালেন্ডারের পাতা উলটেছে। ২০২৪ সালে ফের গাব্বা চ্যালেঞ্জের মুখোমুখি ভারতীয় ক্রিকেট দল। এই ম্য়াচটা টিম ইন্ডিয়াকে জিততে হয়, তাহলে তিন বছর আগেকার সেই পারফরম্য়ান্সের আবারও পুনরাবৃত্তি করতে হবে। তবে এই কাজটা টিম ইন্ডিয়ার কাছে অতটাও সহজ হবে না। কারণ এই মাঠে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের রেকর্ড যথেষ্ট নজরকাড়া।
ব্রিসবেনের গাব্বা স্টেডিয়ামে অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত ৬৬ টেস্ট ম্য়াচ খেলেছে। এরমধ্যে তারা ৪২ ম্য়াচে জয়লাভ করেছে। মাত্র ১০ ম্য়াচে তারা পরাস্ত হয়েছে। বাকি ১৩ ম্য়াচ অমীমাংসিত থেকে গিয়েছে।
অর্থাৎ একথা বলা যেতেই পারে যে এই মাঠে অজি ক্রিকেটারদের দাদাগিরি দেখতে পাওয়া যায়। এই মাঠে অস্ট্রেলিয়াকে হারানো যে কোনও বিপক্ষের কাছেই বেশ কঠিন কাজ হবে।
প্রসঙ্গত, ১৯৮৮ থেকে ২০০০ সাল পর্যন্ত এই মাঠে অস্ট্রেলিয়া একটাও টেস্ট ম্য়াচে পরাস্ত হয়নি। এরপর ২০২১ সালে টিম ইন্ডিয়া ক্যাঙারুদের বিজয়রথে লাগাম টেনে ধরে।
ব্রিসবেনে একদিকে যেমন অস্ট্রেলিয়ার রেকর্ড বেশ নজরকাড়া, তেমনই টিম ইন্ডিয়ার পারফরম্য়ান্স যথেষ্ট শীর্ণকায়। ভারতীয় ক্রিকেট দল এখনও পর্যন্ত গাব্বায় মোট ৬ ম্যাচ খেলেছে। এরমধ্যে চারটেই তারা হেরে গিয়েছে। ভারত এই মাঠে একটাই মাত্র ম্য়াচ জিততে পেরেছে, আর সেটাও ২০২১ সালে।
এবার টিম ইন্ডিয়া তিন বছরের পুরনো সেই রেকর্ডের পুনরাবৃত্তি ঘটাতে হবে। সেক্ষেত্রে ভারতের সিনিয়র ক্রিকেটারদের বাড়তি দায়িত্ব গ্রহণ করা দরকার। রোহিত এবং কোহলিকে রান করতেই হবে। পাশাপাশি দলের বাকি ফাস্ট বোলারদের উচিত বুমরাহকে যোগ্য সঙ্গত দেওয়া। তাহলেই ব্রিসবেন বৈতরণী টিম ইন্ডিয়া পার করতে পারবে।