ভারতের মহিলা অ্যাথলিট হরমিলন বাইনস
শেষ আপডেট: 12 September 2024 07:39
দ্য ওয়াল ব্যুরো: চ্যালেঞ্জ শব্দটা হরমিলন বাইনসের কাছে নতুন কোনও শব্দ নয়। ২০২১ সালে সিঙ্গল রেস ইভেন্টে পরাস্ত হওয়ার পর তাঁকে হাঁটুর অপারেশন করাতে হয়। সেকারণে ১০ মাস তাঁকে বিশ্রাম নিতে হয়েছিল।