শেষ আপডেট: 12th September 2024 13:09
দ্য ওয়াল ব্যুরো: চ্যালেঞ্জ শব্দটা হরমিলন বাইনসের কাছে নতুন কোনও শব্দ নয়। ২০২১ সালে সিঙ্গল রেস ইভেন্টে পরাস্ত হওয়ার পর তাঁকে হাঁটুর অপারেশন করাতে হয়। সেকারণে ১০ মাস তাঁকে বিশ্রাম নিতে হয়েছিল।
তবে ধামাকাদার কামব্যাক করেন তিনি। ২০২২ এশিয়ান গেমসে হরমিলন মহিলাদের ৮০০ মিটার এবং ১৫০০ মিটার ক্যাটেগরিতে রুপোর পদক জয় করেন। একটা সময় ১,৫০০ মিটারে জাতীয় রেকর্ডও নিজের ঝুলিতে পুরেছিলেন।
কিন্তু, ২০২৪ প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করতে না পেরে তিনি চরম হতাশায় ডুবে যান। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে একটা সময় তিনি আত্মহত্যা করার কথাও চিন্তাভাবনা করেন।
সম্প্রতি এই ব্যাপারেই মুখ খুললেন ভারতের এই মহিলা অ্যাথলিট। তিনি জানান, জীবনের এই হতাশা এবং আত্মহত্যার প্রবণতাকে ইতিবাচকভাবে গ্রহণ করতে শুরু করেন। আজ হরমিলন জীবনের এই অন্ধকারময় সময়কেই দেশের তরুণ প্রজন্মের কাছে একটা দৃষ্টান্ত হিসেবে তুলে ধরছেন এবং আগামী সাফল্যের জন্য অনুপ্রাণিত করছেন।
হরমিলন বললেন, 'দেশের তরুণ অ্যাথলিটদের কাছে আমার বার্তা খুব স্পষ্ট। নিজের খেলাধুলোকে উপভোগ করো। জীবনে কখনও বেশি চাপ নিও না। প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করতে না পেরে, আমি একটু বেশিই চাপ নিয়ে ফেলেছিলাম। মনে চিন্তা আসতে শুরু করেছিল যে সবকিছু থেকে পালিয়ে যাওয়ার জন্য আত্মহত্যাই শেষ বিকল্প হতে পারে।'
সেইসঙ্গে তিনি আরও যোগ করেন, 'আজকালকার বাবা-মায়েদের আমি একটাই কথা বলতে চাই। আপনাদের সন্তান যেটা করতে চায়, সেটাই করতে দিন। আর তরুণ অ্যাথলিটদের বলতে চাই, কোনও খেলা পছন্দ না হলে সেটা বদলে ফেলতেই পারো। এখনও খুব বেশি দেরি হয়নি। জীবনে যাই করো না কেন, সেটা উপভোগ করো। এটা তোমার জীবন।'
পাশাপাশি ২০২৪ প্যারালিম্পিক গেমসে ভারতীয় অ্যাথলিটদের সাফল্য দেখে যারপরনাই উচ্ছ্বসিত হরমিলন। টোকিওর থেকে প্যারিসে ভারতীয় প্যারা অ্যাথলিটরা যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছেন। টোকিওয় যেখানে টিম ইন্ডিয়া ১৯টি পদক জয় করেছিল, প্যারিসে সেই সংখ্যাটি বেড়ে ২৯-য়ে দাঁড়ায়। পাশাপাশি পদক তালিকায় ভারত ১৮ নম্বরে শেষ করেছে।
হরমিলন বললেন, 'দেশের প্যারা অ্যাথলিটদের এই সাফল্যে আমি যারপরনাই খুশি। এই প্রথমবার ভারত পদক তালিকায় এতটা উপরে উঠতে পারল।'