এই সিরিজে ভারত এবং দক্ষিণ আফ্রিকা দুটো দলই লড়াইয়ের জন্য শেষমুহূর্তের প্রস্তুতি গ্রহণ করছে। আশা করা যায়, এই সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে।
এই প্রসঙ্গে আপনাদের একটা পরিসংখ্যান দিয়ে রাখি। দুটো দলের মধ্যে ২৭ ম্যাচের আয়োজন করা হয়েছে। এরমধ্যে টিম ইন্ডিয়া ১৫ ম্যাচে জয়লাভ করেছে।
আর ১১ বার জয়লাভ করেছে প্রোটিয়া ক্রিকেট দল। বাকি একটি ম্যাচ অমীমাংসিত রয়েছে। ফলে ভারতেরই যে পাল্লা ভারী রয়েছে, তা বলা যেতে পারে।
উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট সমর্থকরা এই সিরিজ স্পোর্টস ১৮ চ্যানেলে উপভোগ করতে পারবেন। পাশাপাশি জিও সিনেমায় এই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পাওয়া যাবে।
ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ মনে করেন, প্রথম ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব দলের ওপেনার হিসেবে অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনকে সুযোগ দিতে পারেন। এর পাশাপাশি মিডল অর্ডারে থাকতে পারেন হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং এবং রমনদীপ সিং।
পাশাপাশি দলের বোলিং ডিপার্টমেন্টে দেখা যেতে পারে অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, আভেশ খান এবং যশ দয়ালকে।